তেরো নয়, বাঙালির ‘…ঠেক’-এ এবার বারো মাসে চব্বিশ পার্ব্বণ!

অডিওস্টোরি শুনতে ভালবাসেন? তাহলে এ সংবাদ একেবারেই আপনার জন্য। জনপ্রিয় বাচিকশিল্পী এবং অভিনেতা মীর আফসার আলির ইউটিউব চ্যানেল ‘গপ্পো মীরের ঠেক’ সদ্য ছুঁয়েছে এক মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক। আর তারপরেই, এই নববর্ষে শ্রোতাদের জন্য তাঁরা আনলেন এক দুর্দান্ত উপহার।

গল্প শুনতে কে না ভালবাসে! বাড়ির বয়স্ক মানুষটিই হোন, বা পাড়ার কোনো গপ্পোদাদু, সকলের কাছেই গল্প শোনার চাহিদা থাকে কমবেশী। তায় আবার গল্পের বই পড়ার সময় এবং অভ্যাস মানুষের কমেই চলেছে ক্রমশ। তাই হাত বাড়ালেই এখন ভরসা অসংখ্য অডিয়োস্টোরি চ্যানেল।
কিন্তু মাত্র চোদ্দোমাসেই সেই ভীড়ের মাঝে নিজের এক স্বতন্ত্র বাতাবরণ তৈরী করে ফেলেছে ‘গপ্পো মীরের ঠেক’। প্রতি শনিবার, ঠিক রাত ন’টায়, ফোনের একটা নির্দিষ্ট অ্যাপে একটি নির্দিষ্ট চ্যানেল খুলে বসে পড়া এখন বহু বাঙালির অভ্যেস।

গতকালই চ্যানেলের কর্ণধার মীর আফসার আলি জানিয়েছিলেন, রাত ন’টায় আসতে চলেছে বিশেষ বড় একটা ঘোষণা। এক মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণের পরের যাত্রাকে তিনি ‘দ্বিতীয় অধ্যায়’ বলে উল্লেখ করেছিলেন। কথামত, ঠিক রাত ন’টায়, মুক্তি পেল চ্যানেলের আগামী গল্পগুলোর একটা ঝলক। মিনিটআটেকের সেই ভিডিওতে দেখা গেল চব্বিশটি ‘ব্লকবাস্টার’ গল্প-উপন্যাসের নাম। সঙ্গে ‘ক্যাপ্টেন’-এর কণ্ঠে প্রতিটি প্রজেক্টের ঝলক।

ঠিক কীভাবে বাছা হয়েছে এতগুলো গল্প? 71/1 MB–র তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল এই গল্প-বাছাইয়ের মূল কারিগর, ‘গপ্পো মীরের ঠেক’-এর কন্টেন্ট হেড গোধূলি শর্মার সঙ্গে। তিনি জানান, ‘গপ্পো মীরের ঠেক ফোকাসই করেছিল বাংলা ক্লাসিকসের ওপর। অন্যান্য অডিও চ্যানেলগুলোর ক্ষেত্রে যেটা হয়, হরর-তন্ত্র-মন্ত্র লোকে পছন্দ করে বেশী, সেজন্য এই জঁরের ওপরেই ফোকাস করা হয়। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যে এছাড়াও বাংলা সাহিত্যে যে আরো অনেকরকমের গল্প রয়েছে, সেগুলোকেও ফোকাস করা। ভূতের গল্প, অ্যাডভেঞ্চার এখানেও আছে, কিন্তু মিলিয়ে-মিশিয়ে।’

সেই তালিকায় যেমন স্থান পেয়েছে জয়ন্ত-মানিক বা শার্লক হোমস, তেমনই রয়েছে সমরেশ মজুমদারের ট্রিলজিও। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু হোটেল’ বা ‘আরণ্যক’, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ বা ‘দত্তা’র মত ক্লাসিকের পাশাপাশি জায়গা পেয়েছে সাম্প্রতিককালের জনপ্রিয় লেখক অভীক সরকারের গল্প-উপন্যাসও।

71/1 MB–কে গোধূলি বলেন, ‘প্রথম একবছর আমরা শুধু ক্লাসিকের ওপর কাজ করেছি। এবার পুরনো, ক্লাসিক লেখকদের পাশাপাশি নতুন লেখকদের লেখার ওপরও কাজ করব। সবে তো চব্বিশটা গল্পের নাম বেরিয়েছে, আরো অনেক গল্পই আসবে। নতুন-পুরনো মিলিয়ে সবরকম গল্প আসবে, অরিজিনালসও আসবে।’
কেবল মীরের গল্পপাঠই নয়, বহু বাচিকশিল্পী, নাট্যব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীদের কণ্ঠাভিনয়ও এই চ্যানেলে পরম পাওয়া শ্রোতাদের। সেইসঙ্গে নতুন বছরের শুরুতেই এত বড় একটা ঘোষণা যে পায়েসে একমুঠো কাজু-কিশমিশ ছড়িয়ে দিল, তা কি আর বলার অপেক্ষা রাখে!

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top