দিন যত এগোচ্ছে, রোগের পরিমাণও বেড়েই চলেছে ক্রমশ। অথচ বিশ্বাসযোগ্য চিকিৎসাকেন্দ্রের অভাববোধ যেন থেকেই যাচ্ছে মানুষের মনে। সেই অভাবপূরণের লক্ষ্যেই এগিয়ে এল ‘Q Physios’।
গত শনিবার, ১১ই মে, কলকাতার বুকে উদ্বোধন করা হল এই নতুন চিকিৎসাকেন্দ্রের। ড. তাহমিনা ইসলাম আমিনের তত্ত্বাবধানে সম্পন্ন হল জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানের অন্যতম সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী পল্লবী চট্টোপাধ্যায়। Q Physios-এর মত চিকিৎসাকেন্দ্র ইতিপূর্বে শহরে প্রতিষ্ঠা করা হয়নি বললেই চলে। রোগের প্রতিকারের পাশাপাশি, প্রাকৃতিক উপায়ে তাঁরা এগিয়ে যাচ্ছেন রোগ প্রতিরোধের লক্ষ্যেও।
অঙ্গসঞ্চালনা, ব্যথা নিরাময়-সহ স্বাস্থ্যের উন্নতির জন্য তাঁরা ব্যবস্থা করেছে বিভিন্ন থেরাপির। স্নায়ুরোগ, অস্থিরোগ, হৃদ্রোগ সবক্ষেত্রেই বিশেষ ভূমিকা নিতে চলেছে Q Physios। এছাড়াও আছে স্পোর্টস রিহ্যাবের ব্যবস্থা। নারীস্বাস্থ্যের উন্নতির লক্ষ্যে এক পদক্ষেপ এগিয়েছে তাঁরা। এছাড়াও, বিভিন্ন উপায়ে স্বাস্থ্যের সার্বিক উন্নতির চেষ্টায় রয়েছে Q Physios।
রিহ্যাবের কর্ণধার ড. তাহমিনা ইসলাম আমিন বলেন, ‘Q Physios কেবল স্বাস্থ্যসংক্রান্ত সুযোগযুবিধাই দেবে না। আমরা আসলে আপনার সুস্বাস্থ্যের সঙ্গী। বিপুল পরিসরের স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার সমাধান করে আপনাকে প্রাণবন্ত করে তোলাই আমাদের লক্ষ্য। আমাদের অভিজ্ঞ টিমের হাতে আপনার যত্নের দায়িত্ব তুলে দেওয়াই আপনার স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ।’
পার্কস্ট্রীট ক্রসিংয়ের কাছে অবস্থিত এই রিহ্যাব আসলে মানুষকে এগিয়ে দেবে দীর্ঘকালীন সুস্বাস্থ্যের দিকে। যত্নশীল আচরণ এবং দক্ষ চিকিৎসাব্যবস্থার মিশেলে তৈরী Q Physios। সাধারণ মানুষের স্বাস্থ্যের সার্বিক উন্নতির লক্ষ্যে শহরকে এক কদম এগিয়ে দিল তাঁরা।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।