সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে সুমন মৈত্র তৈরী করছেন তাঁর নতুন ছবি ‘আবার অরণ্যে দিনরাত্রি’। পোস্টারের পর সম্প্রতি মুক্তি পেল ছবিটির ট্রেলার।
কলকাতার এক স্কাই লাউঞ্জ ‘Soul’-এ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। উত্তরবঙ্গের অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য্য ধরা দিয়েছিল ছবির পোস্টারে।
ট্রেলারে তা দেখা গেল আরো ভালো করে। ছবির অধিকাংশ দৃশ্য শ্যুট হয়েছে উত্তরবঙ্গেই। ‘Indo Americana Production’ প্রযোজিত এ ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পায়েল সরকার, অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায় এবং যুক্তা রক্ষিত।
‘দশমী’, ‘আমি ও অপু’, ‘সীমান্ত’-র পরিচালক তাঁর নতুন ছবিতে মেয়েদের বন্ধুত্বের ছোঁয়া রাখতে চেয়েছেন। তিনি জানিয়েছেন, ‘যেসব মেয়েরা একটু বড় স্বপ্ন দেখে, নিজের জীবনটাকে একটু উপভোগ করতে চায়, বিশ্বকে দেখতে চায় দু’চোখ ভরে, তাদের নিয়ে একটা নারীকেন্দ্রিক ছবি বানাতে চাইছি আমি।’ তিনি জানান, নিজেদের জন্মভূমির সৌন্দর্য্যের মাঝেই বন্ধুত্ব আর আত্মোপলব্ধির একটা গল্প বুনতে চেয়েছেন তিনি।
ছবিতে নন্দিনী (পায়েল), তাদের ভ্লগ ‘মুসাফিরানা’র জন্য তিনবন্ধু এনাক্ষী (রূপসা), মিঠি (অলিভিয়া) এবং শ্বেতাকে (যুক্তা) নিয়ে যায় উত্তরবঙ্গের ডুয়ার্সে। সবুজে ঘেরা পাহাড়ের বুকে তারা নিজেদের আবিষ্কার করে নতুনভাবে। তাদের যোগাযোগ হয় গভীরতর। এই মিলিত অভিজ্ঞতা একেবারেই বদলে দেয় তাদের ভবিষ্যতকে। তাদের এই ‘জার্নি’ই ফুটে উঠবে এই ছবিতে।
‘Indo Americana Production’ প্রযোজিত এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ৫ই এপ্রিল। বন্ধুত্বের অন্যধরনের রসায়নের এ ছবি যে দর্শকদের মন কাড়বে, তা আশা করাই যায়।