শোকস্তব্ধ ভক্তেরা, প্রয়াত বিখ্যাত বাঙালি ইউটিউবার অ্যাংরি র‍্যান্টম্যান

বাঙালি ইউটিউবার হলেও, সারা ভারতে বিখ্যাত ছিলেন তিনি। ইউটিউব চ্যানেলের নাম ছিল ‘অ্যাংরি র‍্যান্টম্যান’। মাত্র সাতাশ বছর বয়সে থেমে গেল অভ্রদীপ সাহার যাত্রা।ফুটবলপ্রেমী অভ্রদীপ নিজের চ্যানেলে আপলোড করতেন বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া কন্টেন্ট।

বেঙ্গালুরুর নারায়ণ কার্ডিয়্যাক সেন্টারে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শারীরিক অসুস্থতার কারণে তাঁর একটি অস্ত্রোপচার হয়৷ সম্প্রতি তার পরিবারের তরফ থেকে একটি পোস্টে, তাঁর শারীরিক অসুস্থতার কথাও ঘোষণা করা হয়েছিল৷ সেখানে বলা হয় ভালভ রিপ্লেসমেন্ট সার্জারির কথা।
অভ্রদীপের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলা হয়েছে, ‘গভীর শোক এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ সকাল ১০:১৮-এয় অভ্রদীপ সাহা ওরফে AngryRantman-এর অকাল মৃত্যু ঘটে।’
অভ্রদীপ একজন চেলসি ভক্ত ছিলেন। এবং প্রিমিয়ার লিগ ক্লাবে তাঁর ‘নো প্যাশন, নো ভিশন’ ভাইরাল হয়েছিল। তারপর থেকে, তিনি ফুটবল, ক্রিকেটের উপর, ভিডিয়ো বানাতেন। তাঁর ভিডিয়োয় উচ্চকণ্ঠস্বর, বিশ্লেষণ, প্রতিক্রিয়া তাঁকে জনপ্রিয় করে তোলে।
শুধু ফুটবল নয়, সিনেমা, ক্রিকেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার ওপর ও প্রতিক্রিয়া দিতেন তিনি তাঁর ইউটিউব চ্যানেলে। তাঁর “অ্যাংরি” প্রতিক্রিয়া দেখার জন্য মুখিয়ে থাকতেন তার ভক্তরা। তাঁর মৃত্যুর খবর তোলপাড় করেছে পুরো সামাজিক মাধ্যম। শোকস্তব্ধ পুরো ইউটিউব কমিউনিটি।

Authors

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts
  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top