Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

কান পাতলেই শোনা যাচ্ছে ‘না’, আদৌ কারা থাকছেন সৃজিতের ছবিতে!

সিনেমার নাম রাখা হয়েছিল ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’। কিন্তু দেখা গেল, বাস্তবিকই সত্যি বলে সত্যিই কিছু নেই। মানে সিনেমার নামের সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছিল কিছু কলাকুশলীর নামও। কিন্তু এখন নাকি জানা যাচ্ছে, তাঁদের অনেককেই দেখা যাবে না এ সিনেমায়!

SVF প্রযোজনা সংস্থার তরফ থেকে মার্চের প্রথমেই অনুষ্ঠিত হয়েছিল ‘মহা মহরৎ’। আরো তিনখানা নতুন ছবির সঙ্গে জানা গিয়েছিল সৃজিত মুখার্জীর ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’-এর নামও। তবে এই ছবি কিন্তু একেবারেই থ্রিলার জঁরের ছবি নয়। পুরোদস্তুর সামাজিক ছবি হতে চলেছে ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’।
জানা গিয়েছিল, কৌশিক গাঙ্গুলী, অনির্বাণ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, ঋদ্ধি সেন, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়ের মত বহু তারকারা অভিনয় করছেন এই ছবিতে। কিন্তু তারপরেই এই ছন্দপতন।
হঠাৎই শোনা যাচ্ছে, একাধিক তারকাদের নাকি দেখাই যাবে না এই ছবিতে! অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যের সঙ্গে সৃজিত মুখার্জীর রসায়ন বেশ গাঢ়। অথচ সেই তিনিই নাকি শ্যুটের তারিখ পরিবর্তনের কারণে সময় দিতে পারবেন না এই ছবির শ্যুটিংয়ে। এই খবর একেবারেই কাঙ্ক্ষিত নয় তাঁদের ভক্তদের কাছে। সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’-এ একসঙ্গে কাজ করেছিলেন অনির্বাণ-পরমব্রত। শোনা যাচ্ছে, অনির্বাণের শূন্যস্থান নাকি ভরাট করতে চলেছেন সেই পরমব্রতই!
এছাড়াও, শ্যামল চক্রবর্তী, সত্যম ভট্টাচার্য্যকেও নাকি পাওয়া যাবে না এই ছবিতে। সত্যমের পরিবর্তে ভাবা হয়েছিল অভিনেতা আদৃত রায়ের নাম। কিন্তু এই ছবিতে তিনিও নাকি থাকতে পারবেন না।
তাহলে শেষ পর্যন্ত দেখা যাবে কাকে কাকে! পরমব্রত চট্টোপাধ্যায়ের পাশাপাশি শোনা যাচ্ছে বর্ষীয়ান অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়ের নাম। অনন্যা চট্টোপাধ্যায়কেও কি দেখা যাবে এই ছবিতে? নিশ্চিতভাবে এখনো জানা যায়নি কিছুই।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।