মধ্য কলকাতার এলগিন ফেয়ার লন হোটেল কাম রেস্তোরাঁয় মুক্তি পেল অঞ্জন দত্তের ছবি “চালচিত্র এখন”-এর ট্রেলার। আগামী ১০ই মে কিছু নির্বাচিত থিয়েটারে এবং হইচই OTT প্লাটফর্মে মুক্তি পাবে এই ছবি। “আমার গুরু, উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ও শৈল্পিক সম্পর্ককে উৎসর্গ করে আমার এই ছবি।”, জানালেন অঞ্জন দত্ত।
সর্বকালের সেরা পরিচালকদের মধ্যে প্রথম সারিতেই স্থান তাঁর। ২০১৮ সালে তিনি পাড়ি দিয়েছেন অমৃতলোকে। রেখে গিয়েছেন মন্ত্রমুগ্ধ অসংখ্য দর্শক এবং কিছু শিষ্যদের। তিনি মৃণাল সেন।
তাঁর শিষ্যদের মধ্যেই একজন ছিলেন অঞ্জন দত্ত। মৃণাল সেন পরিচালিত ‘চালচিত্র’ ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি। গুরুর প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁকে নিয়ে একটি নতুন ছবি তৈরী করেছিলেন অঞ্জন দত্ত। ছবির নাম ‘চালচিত্র এখন’।
পঁচানব্বই বছরের জীবনে বহুসংখ্যক ভিন্নধারার ছবি বানিয়েছেন মৃণাল সেন। নিতান্ত স্বল্প ব্যয়ে, আড়ম্বরবিহীন ছবি বানাতেন তিনি। অথচ প্রতিটি ছবির সারমর্ম, বার্তার ওজন ছিল যথেষ্ট বেশী। পরিচালকের বিভিন্ন জানা-অজানা গল্প নিয়েই তৈরী হয়েছে এই ছবি।
ছবিতে মৃণাল সেনের পরিবর্তিত নাম কুণাল সেন, এবং অঞ্জন দত্তের পরিবর্তিত নাম রঞ্জন দত্ত। কুণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত স্বয়ং। তরুণ রঞ্জন দত্তের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শাওন চক্রবর্তী এবং পরিচালকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকদের বিবেচনায় সেরার শিরোপা পেয়েছিল ‘চালচিত্র এখন’। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার সম্মান পেয়েছিলেন অঞ্জন দত্ত।
তবে চলচ্চিত্র উৎসবে দেখানো হলেও, সাধারণ দর্শকের জন্য এতদিন প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এই ছবি। তবে এবারে দর্শকদের জন্য মিলেছে সুখবর।
পরিচালক অঞ্জন দত্ত বলেন, ‘ভারতীয় চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান প্রচুর। তিনি কেবল সিনেমা বানাতেন না, গল্প বলার ধরনকে একটা সম্পূর্ণ অন্য আকার দিয়েছিলেন তিনি। প্রজন্মের পর প্রজন্ম, পরিচালকেরা তাঁকে দেখেই উদ্বুদ্ধ হয়।’ ছবির মিউজিকের দায়িত্বে আছে নীল দত্ত।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।