Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

ভালোবাসার অগ্নিপথ !! কোন অগ্নিপরীক্ষা দিতে হবে অগ্নি-তুলসিকে ??

“ফেরারি মন” ধারাবাহিকে এখন নতুন চমক। তুলসী ফিরছে আইএএস অফিসার হয়ে এবং অগ্নি হল এখন যুব নেতা।

দীর্ঘ দেড় বছর ধরে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফেরারি মন দর্শকদের মন কেড়ে নিয়েছে সিরিয়ালের বিভিন্ন চমকের দ্বারা। একের পর এক চমক দর্শকদের মনকে বারংবার ভরিয়ে তুলছে। আর এই মুহূর্তে ফেরারি মনের নতুন চমক হল তুলসীর আইএএস অফিসার হওয়ার স্বপ্নপূরণ এবং ঋষিকেশের দুর্ঘটনার প্রতিশোধ নিতে অগ্নির রাজনীতিতে প্রবেশ।

তুলসীর আইএএস অফিসার হওয়াতে অগ্নির মনভার এবং অগ্নির যুব নেতা হওয়াতে তুলসীর অভিমান। কিসের এই মন ভার? কিসের অভিমান?

তারই মধ্যে আরো একটি চমক হলো জেলবন্দি পরমা হয়ে উঠেছে মোহিনি মা। পরমা কি তুলসী অগ্নির পরিবারে শুভাকাঙ্ক্ষী হয়ে ফিরে আসবে? নাকি এর পিছনে রয়েছে আরও বড় চক্রান্ত !! কি ষড়যন্ত্র নিয়ে পরমা ফিরে আসছে মোহিনী মা এর বেশে??


এই সমস্ত বাধা-বিপত্তি মান অভিমান পার করে সত্যিই কি অগ্নি এবং তুলসী এক হতে পারবে? আর কত অগ্নিপরীক্ষা দিতে হবে তুলসী এবং অগ্নিকে? কোন ষড়যন্ত্র নিয়ে আসছে মোহিনি মা??

এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে দেখতে হবে “ফেরারি মন ” শুধুমাত্র কালার্স বাংলায়। সোম থেকে রবি ঠিক সন্ধ্যে ৬:৩০।

 

 

Author

  • Neha Biswas

    কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।

    View all posts

Neha Biswas

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক পাশ করার পর থেকেই সাংবাদিকতায় আসার ইচ্ছে আরো প্রবল হয়। কলেজে পড়ার পাশাপাশি অ্যাঙ্করিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাঙ্করিং এর জোর দেওয়া হয়। বিনোদনের জগতের বিভিন্ন খবর বলার পাশাপাশি ছোটো ছোটো নিবন্ধও লেখেন তিনি।