ভালবাসার মরশুমে কালার্স বাংলার বিশেষ নিবেদন ‘লাভ কাল পরশু’

ভালবাসার মরশুমে গা ভাসিয়েছেন সকলেই। আর এবার দর্শকদের জন্য কালার্স বাংলা নিয়ে এল তাদের ‘ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল’ ইভেন্ট ‘লাভ কাল পরশু’। প্রিয় যুগলদের ভালবাসার গল্পে সেজে উঠেছে তাদের জনপ্রিয় ধারাবাহিকগুলি। চলতি মাসের ১১তারিখ থেকে ১৭তারিখ পর্যন্ত চলবে এই ইভেন্ট। ভালবাসার আবেশ ছড়িয়ে পড়বে সর্বত্র, ভালোবাসার জাদু স্পর্শ করবে দর্শকদের হৃদয়। ঠিক কেমন হবে এই প্রেমের সপ্তাহ, নীচে রইল তারই সংক্ষিপ্ত খবর।

  •   সোহাগ চাঁদ – সোহাগের বাড়ীতে চলছে সরস্বতীপুজোর আয়োজন। কিন্তু উৎসবের মাঝেই মনমরা চাঁদের মনে পড়ছে তাঁদের নিজেদের ব্যানার্জীবাড়ীর কথা। যে বাড়ী এখন দুর্যোধন মণ্ডলের কবলে। সন্ধ্যেবেলায় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে তৈরী হয় ‘রোম্যান্টিক’ পরিবেশ। যুগলদের নাচের মাঝেই সোহাগের পিছনে লাগে চাঁদ, কিন্তু সোহাগ তার প্রেম স্বীকার করে না। চাঁদের অজান্তেই সায়ন আর খোয়াইকে খেলায় জিততে সাহায্য করে সোহাগ। চাঁদের দিকে সে ছুঁড়ে দেয় একচিলতে চোরাই হাসি। সায়ন আর খোয়াই বুঝতে পারে, পরস্পরকে পছন্দ করে তারা। রাতের শেষে তারা শহরের বুকে ধরা দেয় নব্যতম যুগল হিসেবে, শুরু হয় তাদের ভালবাসার গল্প।

  •   ফেরারি মন – কলেজের ভ্যালেন্টাইন্স ডে পালন নিয়ে খুবই উত্তেজিত ছিল অগ্নি আর তুলসী। কিন্তু তার আগেই বেরোয় পরীক্ষার রেজাল্ট। দেখা যায়, তুলসী সফল হলেও পাশ করতে পারেনি অগ্নি। এই ঘটনার প্রভাব পড়ে তাদের সম্পর্কেও। এরমধ্যে, পার্টিতে হয়রানি এবং দুর্ঘটনার শিকার হয় তুলসীর বোন তিতির। এইসব সমস্যার সঙ্গে লড়াই করার সময়ে তুলসী সম্মুখীন হয় নতুন বিপত্তির।

  •   রাম কৃষ্ণা – রামের বাড়ীতে সরস্বতী পুজোর আয়োজন করে কৃষ্ণা। তুলতুলির সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় তার। তুলতুলির দৃঢ়সঙ্কল্প সত্ত্বেও সমস্ত বাধা কাটিয়ে জয়ী হয় কৃষ্ণা। রাম কৃষ্ণাকে সারপ্রাইজ দেয় একটা ভ্যালেন্টাইন্স পার্টি, জানায় তার মনের ভালবাসার কথা। আনন্দেই কাটে তাদের সারাটা দিন।

·   টুম্পা অটোওয়ালি – সরস্বতী পুজো উপলক্ষ্যে ‘অটো-মেয়ে-টিক’-এর উত্তেজনা তুঙ্গে। মেঘনাকে ছোটবেলার মত শাড়ী পরতে রাজি করায় টুম্পা। শাড়ী নিয়ে মেঘনার ‘স্ট্রাগল’ দেখে হাসে আবীর, তার মনে পড়ে পুরনোদিনের কথা। পুজোর সাজে টুম্পাকে দেখে মুগ্ধ হয় আবীর। টুম্পাকে একটা গোলাপ উপহার দেয় সে। রেশ থেকে যায় ‘বাঙালীদের ভ্যালেন্টাইন্স ডে’-র।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top