Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

Dadagiri Finale: আজ ফাইনালে ‘দাদা’র মঞ্চ মাতাচ্ছেন কারা?

নন-ফিকশন শো দেখতে যাঁরা ভালবাসেন, তাঁদের কাছে বোধহয় সর্বাধিক জনপ্রিয় শো জি বাংলার ‘দাদাগিরি আনলিমিটেড’। আজ সম্প্রচারিত হতে চলেছে সেই শোয়ের দশম সিজনের গ্র্যান্ড ফিনালে।

২০০৯ সালে শুরু হয়েছিল ‘দাদাগিরি আনলিমিটেড’। বাংলার ‘দাদা’, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনাতে গত দশবছর ধরে সাফল্য পেয়ে আসছে এই শো। সম্প্রতি এক নতুন মাইলফলক ছুঁয়েছিল এই ক্যুইজ শো। ভারত সরকারের ডাকবিভাগ থেকে প্রকাশ করা হয়েছিল এক বিশেষ স্মারক স্ট্যাম্প। শেষ হচ্ছে শোয়ের দশম সিজন।

স্বাভাবিকভাবেই, গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকছেন একাধিক বিশিষ্ট অতিথি। নাচে-গানে মঞ্চ মাতাবেন তাঁরা। উপস্থিত থাকছেন স্বনামধন্য নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, যিনি আবার সৌরভ-ঘরণীও বটে। এছাড়া, জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে, কোরক মুর্মুর আগামী ওয়েবসিরিজ ‘পাশবালিশ’-এর কলাকুশলীরাও থাকবেন মঞ্চে।

৫ই মে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সম্প্রচারিত হবে গ্র্যান্ড ফিনালে। শেষ পর্বে প্রতিযোগিতা হবে ছয় জেলার মধ্যে। ছয় জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী এবং বীরভূম।

প্রতিযোগিতা ছাড়াও, প্রত্যেকবারের মতই সাজানো থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নৃত্যদলের এক বিশেষ পারফর্ম্যান্স থাকবে এখানে। গান শোনাবেন জনপ্রিয় গায়ক সুখবিন্দর সিংও।

‘পাশবালিশ’ সিরিজের ‘রঙ্গিলা রে’ গানটি গেয়েছেন তরুণ তুর্কী স্নিগ্ধজিৎ ভৌমিক। গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকছেন তিনিও। বলিষ্ঠ অভিনেতা এবং নাট্যব্যক্তিত্ব গৌতম হালদারকেও দর্শকেরা পেতে চলেছেন শোয়ের শেষ দিনের সম্প্রচারে।

৫ই মে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সম্প্রচারিত হবে উজ্জ্বল, ঝলমলে এই গ্র্যান্ড ফিনালে। তবে এই সিজন শেষ হচ্ছে বলে মনখারাপ করার কারণ একেবারেই নেই। আশা করা যায়, অল্পদিনের মধ্যেই নতুন সিজন এবং আরো আকর্ষণীয় খেলা সঙ্গে নিয়ে, ফের স্বমহিমায় ফিরবে ‘দাদাগিরি আনলিমিটেড’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।