Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Tollywood

Hoichoi: রোমিও জুলিয়েটের ‘ভালবাসা জারি আছে’ এখনো!

বর্তমান সময়টা বড় অদ্ভুত। অহরহ ভালবাসার কথা শোনা যায় বটে, তবে ‘ভালবাসা জারি আছে’ বলার বুকের পাটা থাকে না অধিকাংশেরই। সেই সময় দাঁড়িয়েই মুক্তি পেল হইচইয়ের (Hoichoi) আগামী ওয়েবসিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’-এর গান ‘ভালবাসা জারি আছে’।

দেবরাজ ভট্টাচার্য্য ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় জুটির গান এর আগেও মন ছুঁয়েছে শ্রোতাদের। অনির্বাণ ভট্টাচার্য্যের কথায় দেবরাজ ভট্টাচার্য্যের সুরে ফের একবার তাঁদের শোনা গেল এই গানে। সিরিজের প্রধান দুই চরিত্র রানা (দেবদত্ত রাহা) আর জাহানারাকে (হিয়া রায়) দেখা গিয়েছে গানজুড়ে। ছোট ছোট মিষ্টি প্রেম-খুনসুটির দৃশ্যে জমে উঠেছে গানের মেজাজ।
বহু আগেই জানা গিয়েছিল, শেক্সপিয়রের ক্লাসিক কাহিনী ‘রোমিও জুলিয়েট’ এবার ফুটে উঠবে উত্তরবঙ্গের প্রেক্ষাপটে। অর্পণ গড়াই পরিচালিত এই ওয়েবসিরিজের সৃজনশীল পরিচালনার দায়িত্ব রয়েছে অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্য্যর উপর।

উত্তরবঙ্গের তালমা অঞ্চলের দুই যুবক-যুবতীর ভালবাসার গল্প নিয়ে আসছে ‘তালমার রোমিও জুলিয়েট’। ভিন্নধর্ম থেকে পারিবারিক কলহ – রানা-জাহানারার ভালবাসায় বাধ সাধার জন্য সাজানো আছে অনেক উপকরণই। শেক্সপিয়রের সেই চিরাচরিত কাহিনীর চরিত্র হয়ে উঠতে তাই বিশেষ বেগ পেতে হয় না তাদের। আসলে ভালবাসার কোনো সীমানা হয় না। যুগে যুগে, সারা বিশ্বেই হয়ত ভালবাসার ভাষা একইরকম। তাই এত প্রতিকূলতা সত্ত্বেও, তারা জোর গলায় বলতে পারে, ‘চুপিসারে ভালবাসা জারি আছে’।

ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে দেবদত্ত রাহা এবং হিয়া রায়কে। এছাড়াও কমলেশ্বর মুখোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়, পায়েল দে, উজান চট্টোপাধ্যায়, শিলাদিত্য চট্টোপাধ্যায়সহ বহু পরিচিত মুখকেই দেখা যাবে এই ওয়েবসিরিজে।

এর আগেও হইচই, SVF-এর হাত ধরে শেক্সপিয়রের কাহিনীকে বাংলার মাটিতে এনে ফেলেছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য, অর্ণ মুখোপাধ্যায়রা। দর্শকের মন জয় করতে যথেষ্ট সফলও হয়েছিলেন তাঁরা। বোঝা যাচ্ছে, এবারেও তার অন্যথা হবে না। আর মাত্র কয়েকদিন পরেই, মুক্তি পাবে এই ওয়েবসিরিজ। আগামী ১৫ই নভেম্বর মুক্তি পেতে চলেছে রানা-জাহানারার ভালবাসার গল্প, ‘তালমার রোমিও জুলিয়েট’।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।