Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

Shakib Khan: পঁচিশ বছর উপলক্ষ্যে মুক্তি পেল ‘তুফান’-এর প্রথম গান

দুই বাংলায় ঝড় তুলে রায়হান রফি পরিচালনায় আসছে মেগাস্টার শাকিব খানের ‘তুফান’। বিনোদন জগতে পঁচিশ বছর কেটে গিয়েছে তাঁর। সেই উপলক্ষ্যেই, আজ, ২৮শে মে, মুক্তি পেল সেই ছবির প্রথম গান ‘লাগে উরা ধুরা’।

বাংলাদেশের গায়ক প্রীতম হাসানের জনপ্রিয়তা নিয়ে কোনো সন্দেহ নেই। ‘কোক স্টুডিও বাংলাদেশ’-এই হোক, বা একক গানের জগতে, তাঁর নাম থাকে প্রথম সারির গায়কদের সঙ্গেই। ‘তুফান’-এর প্রথম গান ‘লাগে উরা ধুরা’ শোনা যাচ্ছে তাঁরই কণ্ঠে। তাঁর সঙ্গে এ গান গেয়েছেন অন্তরা রায়।
গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং শরীফউদ্দিন। গান জুড়ে দেখা গিয়েছে মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে। শাকিব-মিমির নৃত্যভঙ্গিমা নজর কেড়েছে দর্শকদের।

দুই বাংলার উদ্যোগে মিলিতভাবে তৈরী হওয়া ‘তুফান’ প্রযোজনাও করছে দুই বাংলার নামীদামী তিন প্রযোজনা সংস্থা। ‘Alpha-i’, ‘Chorki’ এবং এপার বাংলার অন্যতম বৃহৎ প্রযোজনা সংস্থা ‘SVF’-এর প্রযোজনায় আসতে চলেছে এই ছবি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবির টিজার। এক মিনিট একুশ সেকেন্ডের সেই টিজার ছিল অ্যাকশনে ভরপুর। তাতে শাকিব খানের দেখা মিলেছিল বিধ্বংসী অবতারে।

দেখা গিয়েছিল, পুরো দেশকে তুফানের হাতে তুলে দেওয়া হচ্ছে আগের কথামত। বলা হচ্ছে, সে যা চাইবে, তাই পাবে। আর তার কোনো কাজে বাধা দিলেই রক্ত দিয়ে চোকাতে হবে তার দাম। গোটা টিজারেই আগ্নেয়াস্ত্র হাতে ধ্বংসলীলা চালিয়েছিলেন তুফানরূপী শাকিব খান। তবে তার কিছুদিনের মধ্যেই মুক্তি পাওয়া অফিসিয়াল পোস্টারে তাঁর প্রেমিক অবতারের স্পর্শ পেয়েছিলেন অনেকেই।

ছবির পরিচালক রায়হান রফি জানান, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ছবির সংজ্ঞা বদলে দিতে চলেছে এই ছবি।’ তিনি জানান, সুপারস্টার শাকিব খানকে নিয়ে এ ছবি তৈরী করা তাঁর স্বপ্ন ছিল।

তবে ছবির তারকা অভিনেতা-অভিনেত্রীদের তালিকা অবশ্য শেষ হয়নি শাকিব-মিমিতেই। এই ছবিতে দেখা মিলবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। এছাড়াও, এই ছবিতে দেখা যাবে ‘আয়নাবাজি’-খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর এবং আরো অনেককেই।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।