Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

Mon Dite Chai Update:বিজলির বিষ মেশানো পায়েস কে খাবে?

‘মন দিতে চাই’ এ এবার জোড়া অতিথি আগমন! তারই মাঝে রয়েছে একের পর এক বড় চমক।

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ‘মন দিতে চাই’। ধারাবাহিকের শুরুতে আমরা সবাই দেখতে পাই, অতিসাধারণ পরিবারের মেয়ে তিতির এবং প্রখ্যাত ফ্যাশন ব্র্যান্ডের মালিক সোমরাজ দুজনে দুজনকে সহ্য না করতে পারলেও পরিস্থিতির কারণে তাদের বিয়ে হয়। তিতির ব্যানার্জীবাড়িতে আসে আসলে মালিনী ব্যানার্জীর পরিকল্পনায়।


গল্প এগোতে থাকে, সাথে সোমরাজের সৎ মা অর্থাৎ মালিনী তিতিরকে নানাভাবে বিপদে ফেলে এবং অপমানিত করতে থাকে | অপরদিকে ক্রমেই তিতির সোমরাজের মধ্যে প্রেমের সূচনা হয় | অবশেষে তিতির তার সৎ শাশুড়ীমায়ের রূপ পরিবারের সামনে নিয়ে এলে সবাই তাকে পুলিশের হাতে তুলে দেবার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে বিভিন্ন ছলচাতুরি করতে থাকে এবং পুলিশকে ফাঁকি দেয় মানসিক রোগীর ছদ্মবেশে।


এবার সমস্ত ঝড় কাটিয়ে ব্যানার্জীবাড়িতে এল এক নতুন আনন্দের উৎস! ব্যানার্জী পরিবারের বউ তিতির এবং মেয়ে রাজন্যাকে ঘিরে এবার নতুন উৎসবের সঞ্চার ব্যানার্জীবাড়িতে। আবার কি ভাবছেন তো? কি চমক আসতে চলেছে? ব্যানার্জীবাড়িতে আসতে চলেছে একইসঙ্গে দুই নতুন অতিথি। তাদের সঙ্গে সঙ্গে তাদের মায়েদের আপ্যায়নেরও কোনো ত্রুটি রাখলে চলে!


ঠিক ধরেছেন, এবার তিতির এবং রাজন্যা একসাথে ‘সাধ’ খেতে চলেছে। বর্তমানে গোটা ব্যানার্জী পরিবার মেতে উঠেছে সেই আনন্দেই। ঠাম্মি সাফ্ জানিয়ে দিয়েছে নাচে গানে খাওয়া-দাওয়ায় এবং হইহুল্লোড় করে হবে এই অনুষ্ঠান। সোমরাজ ও তার পরিবার অনুষ্ঠানের আয়োজনের কোনোরকম খামতি রাখেনি।


অপরদিকে আবার মালিনী ব্যানার্জীকে আমরা দেখতে পাই। ‘বিজলী’রূপে সে ব্যানার্জীবাড়িতে প্রবেশ করেছে। মেয়ে রাজন্যা ছাড়া সে কারো কাছে ধরা দেয় না। বিজলী তথা মালিনী ভিন্নভাবে অন্তঃসত্ত্বা তিতিরের ক্ষতি করার চেষ্টা করতে থাকে। কিন্তু বিজলী নিজের স্বামীর মিথ্যে গল্প বলে পরিবারের সবার বিশ্বাস অর্জন করে ফেলেছে। ফলে সে সন্দেহতালিকার বায়রে। সবার সামনে কথা দেয় সে রাজন্যার সাথে সাথে তিতিরেরও খেয়াল রাখবে।

এই কথাতে ব্যানার্জীবাড়ির সকলের বিশ্বাস তার প্রতি আরো খানিকটা বেড়ে যায়। তাও সব চেষ্টাই ব্যর্থ হওয়ায় এবার সে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। সাধের অনুষ্ঠানের মধ্যেই এক ভয়ঙ্কর প্রাণঘাতী বিষমেশানো পায়েস সে খেতে দেয় তিতিরকে।

এখন প্রশ্ন হচ্ছে এই বিষমেশানো পায়েসটি কে খাবে! তিতির না রাজন্যা? তবে মালিনীর উদ্দেশ্য কি এবার সফল হবে? নাকি ব্যানার্জীপরিবারের সামনে বিজলির আসল রূপ আসতে চলেছে? জানতে হলে দর্শকদের দেখতে হবে আজ রাত ১০:০০ টায় ‘মন দিতে চাই’-এর একঘন্টার মহাপর্ব।

Author