Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

খেলা জমবে মুখোশে মানুষে, অরফিউসের নতুন ছবিতে থাকছেন কারা?

‘বলি’, ‘অধরা’-খ্যাত অরফিউস মুখোটি বড়পর্দায় নিয়ে আসছেন একটি অন্যস্বাদের নতুন ছবি। সম্প্রতি জানা গেল এই সংবাদ। কে কে থাকছেন এই ছবিতে, কবে আসছে এই ছবি, জানা গিয়েছে তাও।

ছবির নাম ‘মুখোশে মানুষে খেলা – ডার্ক মাইন্ড গেমস’। আসলে এ ছবি ঘুরবে এক খুনের রহস্যের চারপাশে। তবে অন্যান্য খুনের রহস্যের থেকে অনেকটাই আলাদা ‘মুখোশে মানুষে খেলা’।
কারণ এ ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে মনস্তত্ত্ব। ‘ডার্ক মাইন্ড’-এর এই খেলা জমিয়ে তুলবে থ্রিলার এই ছবিকে।
এই ছবিতে মুখ্য তিন চরিত্রে অভিনয় করছেন সুব্রত দত্ত, প্রিয়াঙ্কা সরকার এবং জয়দীপ চক্রবর্তী। জয় সান্যাল (জয়দীপ চক্রবর্তী) নামে এক ব্যবসায়ী, তাঁর শত্রুপক্ষের ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন একটি হত্যার ঘটনায়। কিন্তু রহস্যের জট খোলার সঙ্গে সঙ্গে তাঁর পরিচয় হয় নিজের জীবনের অন্ধকারদিকটার সঙ্গে।
প্রিয়াঙ্কার চরিত্রটি এই ছবিতে একজন কর্পোরেটে কর্মরতা রহস্যময় মহিলার, নাম নন্দিনী। সুব্রত দত্ত এই ছবিতে ধরা দেবেন মানিক সেন নামে একজন তদন্তকারীর ভূমিকায়।

এছাড়াও, একটা অন্যধরনের চমকও রয়েছে ছবির কাস্টে। এসিপি অলোক সান্যাল এই ছবিতে থাকছেন নিজেরই চরিত্রে।
অভিনেতা জয়দীপ চক্রবর্তী ফিচার ফিল্মে ডেবিউ করছেন এই ছবির হাত ধরেই। তিনি বলেন, ‘এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত রোমাঞ্চকর।’ ‘এই শহরে’, ‘বলি’, ‘আকাশী পুলওভার’, ‘অধরা’র পরিচালক অরফিউস ফের পর্দায় আনতে চলেছেন একটি অন্যরকম গল্প। এই ছবি সম্পর্কে তিনি বলেন, ‘এটাই প্রথম কর্পোরেট থ্রিলারধর্মী ছবি। আমার মনে হয় এই ছবি মানুষ এক নিশ্বাসে দেখবেন।’
‘সাবিত্রী প্রোডাকশন’ প্রযোজিত এই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কৌশিক ঘোষের সঙ্গীত পরিচালনায় এই ছবির জন্য একটি গান রেকর্ড করেছেন ক্যাকটাস ব্যান্ডের অভিজিৎ বর্মন ওরফে পটা। জানা গিয়েছে, চলতি বছরের আগস্টেই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।