Live Entertainment & Love Lifestyle

Thursday, April 3, 2025
Entertainment

একের পর এক ছবি লিক রামায়ণের সেট থেকে!

সত্যিই কি ছবি ফাঁস হচ্ছে এত সহজে, না এটা নির্মাতাদের ছবি প্রচারের কৌশল, তা বোঝা মুশকিল। কিন্তু খুবই অনায়াসে ভাইরাল হয়ে যাচ্ছে বলিউডের বিগ বাজেট ছবি, নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর সেটের একের পর এক ছবি।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু তার আগেই নাকি ‘লিক’ হচ্ছে সিনেমার সেটের ছবি। এর আগে লারা দত্ত ও অরুণ গোভিলের, কৈকেয়ী ও দশরথের চরিত্রে অভিনয় করার ছবি সামাজিক মাধ্যমে ঝড় তোলে। এখন ছবির প্রধান চরিত্র অর্থাৎ রাম এবং সীতার চরিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবীকে দেখা গিয়েছে। ছবিতে রণবীর ও পল্লবীকে একটি বাগানে দাঁড়িয়ে কথোপকথন করতে দেখা যাচ্ছে। দর্শকরাও বেশ পছন্দ করছে রণবীর ও পল্লবীকে রাম ও সীতারূপে। 
আমরা ভারতবাসী ছোট থেকে রামায়ণের গল্প শুনে বড় হয়েছি। ছোট থেকে রাম-লক্ষ্মণ-সীতার কাল্পনিক ছবি আমাদের মনে গেঁথে রয়েছে। সেখানে দাঁড়িয়ে সেই চরিত্রগুলি বড়পর্দায় ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলে সত্যিই কঠিন ও দুঃসাধ্য একটি কাজ। কিন্তু আশা করা যায়, নীতিশ তিওয়ারি তা পারবেন।
অনেক দিন ধরেই বলিউডের অলিতে গলিতে উড়ে বেড়াচ্ছে এই গুজব। নীতিশ তেওয়ারির রামায়ণে রামকে, রাবণকে, সীতাকে নিয়ে নানান কল্পনা-জল্পনা। কখনো উঠে এসেছে হৃত্বিক রোশন এর নাম, আবার কখনো বা দীপিকার নাম। সিনেমাপ্রেমীদের কৌতূহল ছিল তুঙ্গে। এখনো পর্যন্ত ছবির কাস্টিং নিয়ে কোনো অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি। কিন্তু সমস্ত তথ্য ও সূত্র এদিকেই ইঙ্গিত দিচ্ছে, রাম হতে চলেছেন রণবীর কাপুর, রাবণ রকিং স্টার যশ এবং সীতা হচ্ছেন সাই পল্লবী।
এই ছবির সঙ্গীত পরিচালক হিসেবে থাকছেন হলিউডের বিখ্যাত সঙ্গীত নির্দেশক হান্স জিমার, যিনি জ্যাক স্প্যারো, গ্ল্যাডিয়েটর, ইন্টারস্টেলার, ডার্ক নাইট, ডিউন এর মত মাস্টারপিস ব্যাকগ্রাউন্ড মিউজিক উপহার দিয়েছেন। সাথে থাকছেন এ আর রহমান। ছবিতে হলিউডের ওয়ার্নার ব্রাদার্স সহপ্রযোজক হিসেবে থাকবে। বিদেশে ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বও নিতে চলেছে তারা। ভি এফ্ এক্স এর মান কীরকম হতে চলেছে, তা এই ছবির অন্য এক আন্তর্জাতিক মানের প্রযোজক ডি এন ই জি এর নাম শুনেই বোঝা যায়। যে সংস্থা সাম্প্রতিক সময়ে সাতটা অস্কার পেয়েছে।
 রণবীর কাপুর ইতিমধ্যেই নিজেকে  রামের চরিত্রে ফুটিয়ে তোলার জন্য তীরন্দাজির প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন। এটি একটি ট্রিলজি হতে চলেছে। যেখানে প্রথমভাগে রামের বাল্যকাল দেখানো হবে বলে মনে করা হচ্ছে।
রামায়ণের মত বহু প্রচলিত একটা গল্প ভালভাবে উপস্থাপিত না করার জন্য ‘আদিপুরুষ’ বক্স অফিসে ও সমালোচক মহলে ভয়াবহ ফল করে। দর্শকদেরও হতাশ হতে হয়। নীতিশ তেওয়ারির কাজের ওপর দর্শকরা বারবারই ভরসা জুগিয়েছে। এখন শুধু পোস্টার, টিজার, ট্রেলারের অপেক্ষা। ছবিটি ২০২৫ সালে আসার সম্ভাবনা রয়েছে।

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts

Soumyajit Patra

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।