Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

Oti Uttam New Song: ‘মনখারাপের গান’ শোনালেন রূপঙ্কর

‘অতি উত্তম’ ছবির প্রথম গান গান ‘সাঁইয়া বেইমান’ মুক্তি পেয়েছিল ভালবাসার দিনে। দ্বিতীয় গান ‘চল মেয়ে’ মুক্তি পেয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। আর গতকাল, ২৮শে ফেব্রুয়ারি, মুক্তি পেল ছবির তৃতীয় গান, ‘মন খারাপের গান’।

ছবির সঙ্গীত পরিচালক সপ্তক সানাই দাসের সুরে, ধ্রুবজ্যোতি চক্রবর্তীর কথায়, গানটি গেয়েছেন জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী। প্রসেনজিতের সরোদ এবং তন্ময় দাসের বাঁশি যোগ্য সঙ্গত দিয়েছে গানের সঙ্গে। ছবির প্রথম গান শ্রোতাদের মনে ছড়িয়ে দিয়েছিল মনকেমনের সুর। দ্বিতীয় গানে প্রাণখোলা বাতাস ছড়িয়ে দিয়েছিলেন নির্মাতারা।

তৃতীয় গানে ফের ভেসে বেড়াচ্ছে বিষাদের গন্ধ। মহানায়কের ছবি কিংবা মূর্তির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বিষণ্ণ রোশনি ভট্টাচার্যকে। গানের ভিডিও জুড়ে দেখা গিয়েছে অনিন্দ্য সেনগুপ্তকেও। সপ্তক সানাই দাসের সুরে আপনার মনেও সংক্রমিত হতে পারে এই ছোঁয়াচে মনখারাপ। একেবারেই ছিমছাম সুরে বাঁধা এ গান শুনতে শুনতে আপনমনেই গুনগুন করে উঠবেন শ্রোতা। এর আগেও ‘এক্স=প্রেম’ ছবিতে সৃজিতের সঙ্গে কাজ করেছেন সপ্তক সানাই দাস। জনপ্রিয় হয়েছে তাঁর অন্যান্য কাজগুলিও।

কী গল্প বুনতে চলেছে ‘অতি উত্তম’? জানা গিয়েছে, উত্তমকুমারের ভক্ত কৃষ্ণেন্দু (অনিন্দ্য) তাঁর আত্মার সঙ্গে যোগাযোগ করতে চায়। এজন্য সে সাহায্য চায় সোহিনীর (রোশনি)। আদৌ কী ঘটবে তারপর? অনিন্দ্য-রোশনি ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। ভিস্যুয়াল এফেক্টসের মাধ্যমে এ ছবিতে উপস্থিত থাকবেন মহানায়কও। ছবিতে দেখা যাবে লাবণী সরকার, শুভাশিস মুখোপাধ্যায়, জিনা তরফদার এবং সোনিয়া গুপ্তকেও। ‘Camellia Productions Pvt. Ltd.’ প্রযোজিত, রূপা দত্ত নিবেদিত এই ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার।

তবে কেবল এই ছবিই নয়, সৃজিতের নতুন ছবি ‘টেক্কা’র কাজও চলছে পুরোদমে। বহুদিন পর এই ছবিতে ফের একসঙ্গে কাজ করছেন দেব-সৃজিত। ২০২৪ সালের পুজোয় ‘টেক্কা’ মুক্তি পাবে ‘টেক্কা’। তবে তার অনেক আগেই মুক্তি পাবে ‘অতি উত্তম’। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২২শে মার্চ।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।