বছরপনেরো পর যদি হঠাৎ দেখা হয় ছোটবেলায় হারিয়ে যাওয়া কোনো বন্ধুর সঙ্গে, চিনতে পারবেন? এতদিন পরে ঠিক কেমন হবে সম্পর্কের সমীকরণটা?
বরাবরের মত, এবারেও এক অন্যরকম কাহিনী নিয়ে আসছে জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্ম। সিরিজের নাম ‘পাশবালিশ’। গতকাল, সপ্তাহের প্রথমদিনেই মুক্তি পেয়েছে কোরক মুর্মু পরিচালিত সিরিজটির ট্রেলার। আর তা দেখে বেশ বোঝা গিয়েছে, যতই রহস্য, রোমাঞ্চ, অপরাধজগত লুকিয়ে থাকুক, এ গল্প আসলে ভালবাসার।
পনেরোবছর আগে ছোটবেলায়, বাংলাদেশে, আলাদা হয়ে গিয়েছিল বাবলা (সুহোত্র মুখোপাধ্যায়) আর মাম্পি (ঈশা সাহা)। গল্পের শুরু পনেরোবছর পর থেকে হলেও, আগের সেই ঘটনার ক্ষত এখনো টাটকা। চাঁদু ওরফে ছোট্ট বাবলা এখন ‘পাথরকুচি থানার অরিজিৎ সিং’। অথচ বড় হয়ে গিয়েও শব্দবাজির প্রতি তার আতঙ্ক কাটেনি। এখনো সে মনে মনে খুঁজে চলে মাম্পিকে।
অন্যদিকে, মাম্পি ওরফে আঁচল এবং অধিরাজ (ঋষি কৌশিক) সেই গ্রামে আসে মাদকচক্রের সন্ধানে। কিন্তু জড়িয়ে পড়ে প্রেম, একাধিক খুন, রক্তে ভেজা প্রতিশোধ এবং অপরাধমনস্ক আরো অনেক ঘটনার সঙ্গে। চারপাশের এই অন্ধকারজগতের মাঝে আদৌ কি মিল হবে বাবলা-মাম্পির? মহাদেবের সঙ্গে পাহাড়বংশীদের সর্দার স্বদেশের (সৌরভ দাস) দেখা করার আসল উদ্দেশ্যই বা কী!
ট্রেলারে বেশ কয়েকঝলক দেখা মেলে অভিনেতা শঙ্কর দেবনাথ এবং আত্মদীপের। দুর্দান্ত ‘লুক’ এবং অভিব্যক্তিতে নজর কেড়েছেন প্রত্যেকেই। পরিচালক কোরক মুর্মু জানিয়েছেন, ‘ভালবাসা, রহস্য আর আবেগের মিশেলে তৈরী পাশবালিশের গল্প। ঈশা, সৌরভ, সুহোত্রর মত গুণী অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত ভাল।’
ঈশা জানিয়েছেন, আঁচলের চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে পেরেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আঁচলের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা দুর্দান্ত। সে একাধারে সাহসী, সংবেদনশীল এবং স্বাধীন একজন মানুষ। আঁচলের সাহস এবং প্রতিশ্রুতিরক্ষার গল্প দর্শকদের একটু হলেও ভাবাবে।’
সুহোত্র বলেছেন, ‘এই গল্পে, ভালবাসা, বিশ্বাস এবং সম্পর্কের জটিলতার মধ্যেই ঘোরাফেরা করে চাঁদু বা বাবলা। বিচ্ছেদ, পুনর্মিলন, অটুট বন্ধনের এক টানাপোড়েনের মাঝে দর্শককের নিয়ে যাবে এই চরিত্রটা। এইধরনের কাজের অংশ হতে পেরে আমি সম্মানিত।’
সৌরভ বলেন, ‘স্বদেশের চরিত্রটি আমার মনের খুব কাছের। সে প্রতিশোধপ্রবণ, বহুমুখী চরিত্রের অধিকারী। এরকম বহুস্তরীয় একটা চরিত্রে অভিনয় করার কাজটা আমি বেশ উপভোগ করেছি। আশা করি, এই সিরিজ দর্শকদেরও ভাল লাগবে।’
রোম্যান্টিক থ্রিলার জঁরের এই সিরিজ জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে আগামী ১০ই মে।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।