আজ, ২২শে জানুয়ারি, অযোধ্যায় হল রামমন্দিরের উদ্বোধন। আর সেই উপলক্ষ্যে, অযোধ্যায় উপস্থিত হয়েছিলেন বহু তারকা।
অযোধ্যায় বেশ কিছুদিন ধরেই চলছে সাজো-সাজো রব। এধরনের কর্মসূচিতে বরাবরই দেখা গিয়েছে তাঁকে। এবারেও সকলের আগে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন কঙ্গনা রানাওয়াত। বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া ছাড়াও তাঁকে দেখা গিয়েছিল হনুমানমন্দির পরিষ্কার করতে। তাছাড়াও দেশবিদেশ মিলিয়ে প্রায় এগারো হাজার অতিথিকে আমন্ত্রণ করা হয়েছে। রয়েছে বেশ কিছু আচার-নিয়মও। সেইমতই, সকাল থেকেই সেখানে দেখা যাচ্ছে VVIP তারকাদের।
কঙ্গনা ছাড়াও আজ অযোধ্যায় উপস্থিত বহু বলি-তারকা। পুত্র অভিষেক বচ্চনকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন বিগ বি। এসেছিলেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ, আয়ুষ্মান খুরানা, রাজকুমার হিরানি, অনুপম খের, মধুর ভাণ্ডারকর, সস্ত্রীক রণদীপ হুডা, বিবেক ওবেরয়, পরিচালক বিধু বিনোদ চোপড়া, গায়ক সোনু নিগম, আন্নু মালিক। পরিচালক রোহিত শেট্টির সঙ্গে দেখা গিয়েছে অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটকে।
বলি তারকারা ছাড়াও উপস্থিত ছিলেন আরো অনেকেই। স্ত্রী নীতাকে নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন মুকেশ আম্বানি। গিয়েছেন তাঁর মেয়ে-জামাইও। দেখা গিয়েছে ক্রিকেট তারকা বিরাট কোহলি, অনিল কুম্বলেকে। সস্ত্রীক সেখানে গিয়েছেন শচীন তেন্ডুলকরও। সকালেই পৌঁছে গিয়েছিলেন দক্ষিণী তারকা রজনীকান্ত, ধনুশও।
রামমন্দিরে আজ যে মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটি পাঁচবছরের শিশু রামের আদলে তৈরী। কর্ণাটকের শিল্পী অরুণ যোগীরাজ একটিমাত্র কৃষ্ণশিলা দিয়ে ৫১ইঞ্চি উঁচু এই মূর্তি তৈরী করেন। প্রসঙ্গত, ইন্ডিয়া গেটের নেতাজির মূর্তিটিও তৈরী করেছিলেন অরুণই।