থ্রিলার ছবির সংখ্যা খুব একটা কম নয় বর্তমানে। কিন্তু সেই ছবিতে থ্রিলের সঙ্গে যদি জুড়ে যায় এক অদেখা-অজানা জগত? যে জগতের কথা এসময়ে দাঁড়িয়ে হয়ত ভাবাই যায় না!
বিধবাদের বিয়ের প্রচলন তো হয়েছে বহুদিন, কিন্তু তাঁদের জীবন ঠিক কতটা বদলেছে? এখনো ভারতবর্ষের বহু নারী তাদের বৈধব্যের পর, নিজের বাড়ীতে ফেরে না। বাসস্থান হিসেবে বেছে নেয় কাশীকে। কিন্তু কী হয় তারপর? বিধবা-পাচার নিয়ে সম্ভবত ভারতের কোনো ভাষাতেই এখনো কোনো ছবি বানানো হয়নি। প্রথমবার বাংলায় এই বিষয় নিয়ে ছবি তৈরী করতে চলেছেন ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র পরিচালক রাজর্ষি দে। আর গতকাল, ১৭ই জানুয়ারি, নন্দনে ছিল তারই ‘পোস্টার লঞ্চ’ অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে দেখা গেল ইন্দ্রনীল সেন, দেবাশিষ কুমার, সোহিনী শাস্ত্রী-সহ ছবির অভিনেতা-অভিনেত্রীদের।
তাঁর নতুন ছবি ‘সাদা রঙের পৃথিবী’তে তিনি দেখাবেন কাশীর সেইসব বিধবা নারীদের কথা, যাঁদের জীবনের রঙ তাঁদের শাড়ীর মতই, সাদা, বিবর্ণ। তাঁদের পাচার করার জন্য, ব্যবহার করার জন্য সবসময়ই ওঁত পেতে থাকে কিছু অপরাধচক্র। হঠাৎই এই অপরাধজগতে পা পড়ে এক কমবয়সী মহিলা পুলিশ অফিসারের। এই অপরাধচক্রের বিষয়ে তদন্ত করতে নেমে, সেখানকারই বাসিন্দা হিসেবে ছদ্মবেশ নেন তিনি। তিনি জানতেও পারেন না, কোন ভয়ানক বিপদ অপেক্ষা করছে তাঁর জন্য! রাজনৈতিক চাপ এবং অন্যান্য হুমকির মুখে পড়েও তিনি কি আদৌ শেষ করতে পারবেন তাঁর তদন্ত? উত্তর রয়েছে ‘সাদা রঙের পৃথিবী’তে।
অমিত আগরওয়াল এবং আদর্শ টেলিমিডিয়া নিবেদিত, সুশান্ত সেনগুপ্ত, শ্রাবণী পাল এবং রাজর্ষি দে প্রযোজিত এই ছবিতে রয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী, সৌরসেনী মৈত্র, স্নেহা চ্যাটার্জী, আরিন্দম শীল, ঋতব্রত মুখার্জী, মল্লিকা ব্যানার্জী, দেবলীনা কুমার, অনন্যা ব্যানার্জী, রিচা শর্মা, সোহিনী গুহ রায়, দেবশ্রী গাঙ্গুলী, ঐন্দ্রিলা বোস, অরুণাভ দে-সহ আরো অনেকে। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন আশু চক্রবর্তী। বিধবাদের উপর হয়ে চলা অপরাধের কাহিনী নিয়ে বানানো থ্রিলার এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসে।