ফের একটি থ্রিলার ছবি বানাচ্ছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। এতদিনে সেই ছবির মোশন পোস্টার দেখে ফেলেছেন অনেকেই। সম্প্রতি সম্পন্ন হল সেই ছবির শুভ মহরৎ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালকসহ কলাকুশলীরা।
নতুন প্রযোজনা সংস্থা ‘Nandy Movies’-এর হাত ধরে আসতে চলেছে ‘ম্যাডাম সেনগুপ্ত’। এই ছবির সবচেয়ে বড় চমক ছবির মুখ্য চরিত্র। ম্যাডাম সেনগুপ্তর ভূমিকায় দেখা যেতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
ম্যাডাম সেনগুপ্ত একজন বিখ্যাত কার্টুনিস্ট। কলকাতায় এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তাঁর স্বামী। তাঁর খোঁজে কলকাতায় এসে এক অদ্ভুত রহস্যের সম্মুখীন হন ম্যাডাম সেনগুপ্ত।
একের পর এক খুন হতে থাকে শহরে। সেই খুনগুলোর ক্ল্যু-এর সঙ্গে কীভাবে যেন জড়িয়ে যায় সুকুমার রায়ের ‘আবোলতাবোল’-এর ছড়াগুলো। গোয়েন্দা না হয়েও কীভাবে এই খুনের রহস্যের কিনারা করেন ম্যাডাম সেনগুপ্ত, সে গল্পই বলবে এই ছবি।
এর আগে একটি বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সায়ন্তন ও ঋতুপর্ণা। তবে এধরনের ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করছেন এই প্রথম।
ছবি তথা চরিত্রের নামের সঙ্গে নিজের নামের মিল খুঁজে পেয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে কেবল নাম দেখেই নয়, ‘কার্টুনিস্ট’-এর চরিত্র আগে করেননি বলেই হয়ত এ ছবির উপর বিশেষ টান অনুভব করছেন তিনি।
জানা গিয়েছে, একটি ছবিতেই থামবেন না সায়ন্তন। ম্যাডাম সেনগুপ্তকে নিয়ে একটি ফ্র্যাঞ্চাইজি তৈরী করার ইচ্ছে আছে তাঁর। ইতিপূর্বে কখনো ফ্র্যাঞ্চাইজি ছবিতে কাজ করেননি ঋতুপর্ণা। তাই সেদিক থেকেও ভীষণই খুশী অভিনেত্রী।
ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও দেখা যাবে রাহুল বোস, অনন্যা চট্টোপাধ্যায়, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখার্জী, রৌনক দে ভৌমিক এবং বর্ষীয়ান অভিনেতা রতন সরখেলকে।
আগামীকাল, অর্থাৎ ১২ই এপ্রিল থেকেই শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। তবে কবে নাগাদ মুক্তি পেতে চলেছে, তা এখনো জানা যায়নি।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।