Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

একসঙ্গে আসছেন সুদীপ্তা-রাজেশ-তেজ, কবে আসছে ‘তেঁতো’?

ফের নতুন এক থ্রিলারের খোঁজ। আসছে পরিচালক স্বর্ণ শিখরের নতুন ছবি ‘তেঁতো’। ছবিতে তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে রয়েছেন নবাগত তেজ।

শান্ত স্বভাবের এক পিতৃহারা ছেলে জ্যোতির্ময়। হিমালয়ের গভীরে এক নির্জন গ্রামে দিদি আর কাকার সঙ্গে থাকে সে। সাম্প্রতিককালে মেয়েদের কঠিন সংগ্রাম নিয়ে ছবি তৈরী হয় মাঝেমধ্যেই। কিন্তু একজন ছেলেকে জীবনে এগিয়ে চলার পথে ঠিক কতকিছুর সম্মুখীন হতে হয়, তার গল্প কে বলবে! মানসিক সমস্যার সঙ্গে জ্যোতির্ময়ের লড়াই করার গল্পও বলবে এই ছবি।

পুরোপুরি অন্যরকমের এক চরিত্র ‘মিমি’র ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। জ্যোতির্ময়ের জীবনের এক বিশেষ ভূমিকা পালন করে মিমি। অন্যদিকে অভিনেতা রাজেশ শর্মা একের পর এক কাজ করে চলেছেন বাংলা, হিন্দি উভয় ইন্ডাস্ট্রিতেই। এই ছবিতে তাঁকেও দেখা যাবে এক ভিন্ন লুকে।

থ্রিলার ছবি হলেও, কেবল রহস্যে মোড়া নয় এই ছবি। মানুষের গল্প, জীবনের টানাপোড়েনের গল্পও লুকিয়ে থাকবে এই ছবির পরতে পরতে। এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী জানান, ‘এই ছবিতে অনেক মানুষ নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবে। বাস্তবে ঘটে চলা বহু ঘটনাই ফুটে উঠেছে এই ছবিতে।’

নবাগত অভিনেতা তেজ বলেন, ‘অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আমার চরিত্রে অনেকগুলো ধাপ রয়েছে। আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।’ অভিনেতা রাজেশ শর্মা জানান, ‘ছবির গল্পের মধ্যে অনেক টুইস্ট আছে। খুন, প্রেম, জীবনের নানা গল্প ফুটে উঠবে এই ছবিতে।’

সুদীপ্তা  চক্রবর্তী, রাজেশ শর্মা, তেজ ঝা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন দেবেশ রায়চৌধুরী, অরুন্ধতী চক্রবর্তী, অরুণাভ দত্ত, অঙ্কুশ্রী মাইতি। আগামী ৩রা মে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে হীরা এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।