Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

ভালবাসায় মুড়ে বর্ষীয়ানদের ‘সংরক্ষণ’ করবেন শ্রাবন্তী-ইন্দ্রনীলরা

ইঁদুরদৌড়ের এই পৃথিবীতে ব্যস্ততা যত বাড়ছে, ততই কমছে মানবিকতা, আবেগ, ভালবাসার জায়গা। একটু বয়স হলেই মানুষ একাকিত্বে ভোগে। চারদিকের পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আর ছুটতে পারে না তারা। অনেকক্ষেত্রে হয়ত কিছুটা অবহেলিতও হয় বাড়ির প্রবীণ ব্যক্তিটি।

এইসব সমস্যার জন্যই শহরের অলিতেগলিতে এখন দেখা মেলে বৃদ্ধাশ্রমের। কিন্তু অনেকক্ষেত্রেই সেখানেও হয় সমস্যা। বাড়ির মত আদরযত্ন, ভালবাসার বড় অভাব বৃদ্ধাশ্রমে।
এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই, একটা ভালো, যত্নবান আশ্রমের প্রয়োজন, যেখানে বাড়ির বয়স্ক মানুষরা থাকতে পারবেন নিশ্চিন্তে। সেই চাহিদা মেটাতেই শহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল বৃদ্ধাশ্রম ‘সংরক্ষণ’-এর। ফিতে কাটলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

মীনা শেঠীর তত্ত্বাবধানে নতুনভাবে সেজে উঠেছে এই ‘সংরক্ষণ’। এই বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়ালেন শ্রাবন্তী চ্যাটার্জী, ইন্দ্রনীল সেনগুপ্ত, সৌভিক দে, অভিজিৎ গুহ, মৌবনি সরকার-সহ তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা।
‘সংরক্ষণ’-এ রয়েছে বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্নে রাখার ব্যবস্থা। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী বলেন, ‘এমন একটা প্রয়াসের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। এখানে যেমন সবাই সবাইকে পরিবারের মত আগলে রাখে, সেটা খুবই ভালো লাগার। সবাইকে যত্নে রাখার জন্য ‘সংরক্ষণ’-এর এই পথচলা খুব ভালো হোক।’

অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত জানান, ‘আমাদের শহরে অনেক মানুষ আছেন, যাঁদের সন্তানেরা বিদেশে থাকেন। বাবা মায়ের যত্ন নেওয়ার জন্য ‘সংরক্ষণ’-এর ভূমিকা অনবদ্য। আমাদের যাদের প্রিয়জনরা শহরের বাইরে থাকেন, তাদের পরিবারের খেয়াল রাখার জন্য এই উদ্যোগ দারুণ।’

‘সংরক্ষণ’-এর প্রধান মীনা শেঠী বলেন, ‘এখানে আমাদের সদস্যদের মধ্যে অনেকে শিক্ষক। সবাইকে সুস্থ ও ভালো রাখার জন্য সেইসব মানুষগুলো নিজেদের সমর্পণ করেছেন। এই উদ্যোগের জন্য পুরো টিমকে শুভেচ্ছা।’

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।