বাংলা সঙ্গীতজগতে নিজেদের একটা তাৎপর্য্যপূর্ণ জায়গা ইতিমধ্যেই দখল করে নিয়েছে SVF Music। সঙ্গীতপ্রিয় বাঙালির আবেগের সঙ্গে প্রায় সমার্থ হয়ে উঠেছে তারা। আর বাঙালির প্রাণের ঠাকুর, রবিঠাকুরের জন্মদিনের আগে তারা শ্রদ্ধা জানাবে না, তা কি হয়!
আজ, ৭ই মে, বেলা এগারোটায় মুক্তি পেল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি SVF Music-এর শ্রদ্ধার্ঘ্য। মুক্তি পেল তাদের নতুন অ্যালবাম ‘RNT Project Chapter 2’। ১১টি রবীন্দ্রসঙ্গীতের সমাহারে অতি যত্নে বোনা হয়েছে এই অ্যালবাম।
SVF Music-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আরো অন্যান্য অডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে গানগুলো। এর আগেও, বাংলা গানকে নতুনরূপে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল তারা। ‘বাংলার গান ইন্ডিজ’, নতুন ব্যান্ড ‘পরিধি’ – ইত্যাদির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিল তরুণ প্রতিভাদের।
‘RNT Project’ অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত নিয়ে তাদের আগের কাজটিতেও সঙ্গীতায়োজনের ভার ছিল অরিন্দমের উপরেই। তাঁরই সঙ্গীত পরিচালনায় তৈরী হয়েছিল দশটি রবিগানের অ্যালবাম।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।