জয়া-রহমানের প্রেম, নেপথ্যে সোমলতার ‘ভালোবাসি ভালোবাসি…’

গত ৭ই মে, রবীন্দ্রজয়ন্তীর প্রাক্কালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে SVF Music নিয়ে এসেছিল ‘RNT Project Chapter 2’ অ্যালবামটি। সাধারণ মানুষের কাছে যথেষ্ট প্রশংসাও পেয়েছে এই গানের অ্যালবাম। আর গতকাল, ১৬ই মে তাঁরা আনলেন এই প্রজেক্টের প্রথম মিউজিক ভিডিও।

১১টি রবীন্দ্রসঙ্গীতের সমাহারে অতি যত্নে বোনা হয়েছে এই অ্যালবাম। অরিন্দমের সঙ্গীত পরিচালনায় এবং আয়োজনে এই অ্যালবামের ‘ভালোবাসি ভালোবাসি’ গানটি গেয়েছেন জনপ্রিয় গায়িকা সোমলতা আচার্য্য চৌধুরী। অগুন্তি রবীন্দ্রসঙ্গীতের মাঝেও এই গানটি বরাবরই একটু বেশী প্রিয় শ্রোতাদের। সেই গান দিয়েই মিউজিক ভিডিওর এই যাত্রা শুরু করল SVF Music।

মিউজিক ভিডিওতে দেখা যাচ্ছে দিব্যাশা দাস এবং ঋক চট্টোপাধ্যায়কে। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে নয়ের দশকের প্রথমদিকের সময়। কিছু কিছু নীরব ভালবাসার ঠাঁই হয় কেবল স্মৃতিতে। আলাপ স্বল্পসময়ের হলেও, তার রেশ যেন রবিঠাকুরের গানের মতই, চিরকালীন। ‘ভালোবাসি ভালোবাসি’ গানের এই মিউজিক ভিডিওতে সেই নিষ্পাপ প্রথম প্রেমের একটুকরো গল্পই ফুটে উঠেছে।

দিব্যাশা-ঋকের মিষ্টি অনস্ক্রিন রসায়ন গান ও গল্পের মাধুর্য্য যেন বাড়িয়ে দিয়েছে আরো একটুখানি। ভিডিওটি দেখতে দেখতে প্রথম প্রেম, পাড়ার প্রেমের পরশ অনুভব করতে পারবেন যেকোনো দর্শক।

তবলা, বাঁশি এবং ক্লাসিক্যাল গিটারের সমন্বয়ে সম্পূর্ণতা পেয়েছে অরিন্দমের এই সঙ্গীতায়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকালীন কম্পোজিশনের সঙ্গে সাযুজ্য রেখে তৈরী হয়েছে এই মিউজিক ভিডিও।

SVF Music-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আরো অন্যান্য অডিও-স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে গানগুলো। এর আগেও, বাংলা গানকে নতুনরূপে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল তারা। ‘বাংলার গান ইন্ডিজ’, নতুন ব্যান্ড ‘পরিধি’ – ইত্যাদির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছিল তরুণ প্রতিভাদের। ভালবাসা আর নস্টালজিয়া মেশানো এই মিউজিক্যাল যাত্রা স্বাভাবিকভাবেই মন ছুঁয়েছে দর্শকদের।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top