বাংলা সাহিত্যের ভবিষ্যৎ নিয়ে মাঝেমধ্যেই উদ্বিগ্ন হতে দেখা যায় অনেক বাঙালিকে। তবে তাঁদের মুখে একটু হলেও হাসি ফোটাবে এই সুখবর। আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলা সাহিত্যের, বাংলা ভাষার এক অনন্য উদ্যাপন। শুরু হচ্ছে ‘দশম এপিজে বাংলা সাহিত্য উৎসব’।
দক্ষিণ কলকাতার বুকে, পার্কস্ট্রীট চত্বরে প্রায় একশো বছরেরও বেশী সময় ধরে দাঁড়িয়ে আছে ‘Oxford Bookstore’। সমগ্র ভারতে এই একটিমাত্র ‘বইয়ের দোকান’ই ‘Apeejay Kolkata Literary Festival’, ‘এপিজে বাংলা সাহিত্য উৎসব’ এবং ‘এপিজে হিন্দি সাহিত্য উৎসব’-এর মত অনুষ্ঠান পরিচালনা করে। আগামীকাল শুরু হবে তাঁদের ‘দশম এপিজে বাংলা সাহিত্য উৎসব’। তিনদিনব্যাপী চলবে এই উৎসব।
বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সুবোধ সরকার এই উৎসব উদ্বোধন করবেন আগামীকাল, ১৫ই নভেম্বর। সম্প্রতি ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে বাংলা। থাকছে সেই নিয়ে আলোচনাও। আলোচনায় অংশগ্রহণ করবেন ড. স্বাতী গুহ, অমিতাভ দাস, প্রচেত গুপ্ত, অনুপম রায় এবং কিরণ দত্ত। ১৬ই নভেম্বর দুপুরে ধীমান দাশ এবং রঞ্জন বিশ্বাস থাকছেন ‘রসেবশে সপ্তপদে’ অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সম্রাট মুখোপাধ্যায়। ‘মেয়েদের কথা সাহিত্যে-গানে’ নিয়ে থাকছেন পরমা দাশগুপ্ত এবং শ্যামলী আচার্য্য।
শিশু সাহিত্যের মণিমুক্তো ছড়িয়ে রয়েছে বাংলায়। তবে তার বেশীরভাগই ‘অতিপুরাতন’ ঠাকুমার ঝুলির উপর নির্ভরশীল। শুভঙ্কর দে-র সঞ্চালনায় এ নিয়ে আলোচনা করবেন দীপান্বিতা রায়, অভীক মজুমদার, সিজার বাগচী এবং সঞ্চারী মুখোপাধ্যায়। অভীক মজুমদারের সঞ্চালনায় সব্যসাচী দেব, অর্ক দেব থাকছেন ‘সন্ধান চাই: কলমের মিছিলে মিছিলের সাহিত্য’র মত সংবেদনশীল এবং সমসাময়িক এক সমস্যা নিয়ে। তপন সিংহকে শ্রদ্ধা জানিয়ে ‘গল্প হলেও সত্যি: শতবর্ষে তপন সিংহ’ অনুষ্ঠান নিয়ে থাকছেন শতাব্দী রায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অলোক প্রসাদ চট্টোপাধ্যায়।
অনুষ্ঠানের শেষদিন দুপুরে শব্দবাজি, অণুগল্প পাঠ, পুরস্কার বিতরণীর মত বেশ কিছু অনুষ্ঠান হবে। ঋজুরেখ চক্রবর্তীর সঞ্চালনায় কবিতা নিয়ে আলোচনায় থাকছেন রণজিৎ দাশ, স্বাগতা দাশগুপ্ত এবং হিন্দোল ভট্টাচার্য্য। নারায়ণ সান্যালের শতবর্ষ, তাঁর সাহিত্যকীর্তি নিয়ে আলোচনা করবেন মৌ সান্যাল, সুধাংশু দে এবং প্রসেনজিৎ দাশগুপ্ত; সঞ্চালনার দায়িত্বে সোমেন সেনগুপ্ত। বিকেলে খেলার গল্প নিয়ে সব্যসাচী সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখবেন জনপ্রিয় ক্রীড়াসাহিত্যিক রূপক সাহা, গৌতম ভট্টাচার্য্য এবং অনিমা ব্রহ্ম।
প্রচেত গুপ্তের সঞ্চালনায় অফিস-অফিসার-আমলাজীবন নিয়ে এক অন্যরকম মনোগ্রাহী আলোচনা করবেন আলাপন বন্দ্যোপাধ্যায়, ভগীরথ মিশ্র এবং তপন বন্দ্যোপাধ্যায়। মৃণাল সেনের শতবর্ষে, তাঁকে এবং তাঁর কাজ নিয়ে আলোচনায় থাকছেন শিলাদিত্য সেন এবং অঞ্জন দত্ত।
‘Oxford Bookstore’-এর এই উদ্যোগ যে সত্যিই অভিনব, তা আর বলার অপেক্ষা রাখে না। দশবছরে পদার্পণ করে তাঁদের ‘এপিজে বাংলা সাহিত্য উৎসব’ যে বরাবরের মতই মনজ্ঞ পাঠকের মনে নিজের ছাপ রাখবে, তা বলা যায় নিশ্চিতভাবেই।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।