ডাক্তারি পড়তে পড়তেই খুনের রহস্যের সমাধান করবেন জীতু!

গোয়েন্দা গল্পের নাম শুনলেই বাঙালি পাঠক-দর্শকদের মন আনচান করে ওঠে। তার ওপর সেই গোয়েন্দা আবার যদি হয় ‘অ্যাক্সিডেন্টাল’! উত্তেজনার মাত্রা কি বেড়ে যায় আরেকটু?

পর্দার গোয়েন্দা বলতেই সবার প্রথমে মাথায় আসে ফেলুদা কি ব্যোমকেশের নাম। আরেকটু ভাবলে হয়ত কিরীটি কি শবরের কথাও মনে আসতে পারে। সেই তালিকাতেই এবার জায়গা করে নিল আরো এক তরুণ গোয়েন্দা, অরণ্য চট্টোপাধ্যায়। তবে এ গোয়েন্দা কিন্তু কেবলই গোয়েন্দা নয়। চিকিৎসাশাস্ত্র কিংবা বাইশ গজের দৌড়ে একেবারেই পিছিয়ে নেই সে। দুলাল দে-র পরিচালনায় আসছে রহস্যে ভরা নতুন ছবি ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’। আজ, ২৯শে মে মুক্তি পেল সেই ছবির টিজার।

প্রায় একমিনিটের এই টিজারে শোনা যাচ্ছে এক ‘প্রাচীন প্রবাদ’। দেখা গিয়েছে বেশ কিছু টুকরো টুকরো ঘটনার ঝলকও। ডাক্তারির এক ছাত্র কিছুটা ঘটনাচক্রেই জড়িয়ে পড়ে এক মৃত্যুরহস্যের সমাধানে। ক্রিকেটে দক্ষ সেই ডাক্তারি পড়ুয়া অরণ্য চট্টোপাধ্যায়ের ভূমিকাতেই অভিনয় করছেন জীতু কমল। তাঁর জামাইবাবুর চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদারকে।

তবে জীতু-শিলাজিৎ ছাড়াও, এই ছবিতে অভিনয় করতে চলেছেন আরো বেশ কিছু দক্ষ অভিনেতা-অভিনেত্রী। রফিয়াত রশিদ মিথিলা, সুহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য্য, সায়ন ঘোষ থাকতে চলেছেন এই ছবিতে। এই প্রথম সুহোত্রর সঙ্গে জুটিতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলাকে। এছাড়া, কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং লালবাজার ট্র্যাফিক কন্ট্রোলের বিভাগীয় প্রধান অলোক সান্যালকেও দেখা যাবে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’-এ।

টিজারেই বোঝা যাচ্ছে, পরিচালনার মাঠে প্রথমবার নেমেই ছক্কা হাঁকাতে চলেছেন সাংবাদিক দুলাল দে। শুভদীপ গুহ রয়েছেন এই ছবির আবহ নির্মাণে। ছবির সিনেম্যাটোগ্রাফি করবেন প্রতীপ মুখোপাধ্যায়। সাধারণ মানুষের পাশাপাশি দেব, বিক্রম চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাইচুং ভুটিয়া পর্যন্ত, পরিচালকের ডেবিউ ছবির টিজার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বহু তারকা। চলতি বছরের জুলাই মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top