Babli Teaser: ত্রিকোণ সম্পর্কের আঁচ বাবলি-অভি-ঝুমার

বাংলা সাহিত্য নিয়ে সিনেমা বানানোর উৎসাহ ইদানীং বেশ বেড়েছে পরিচালকদের মধ্যে। পাল্লা দিয়ে বেড়েছে দর্শকদের উন্মাদনাও। পরিচালক রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘বাবলি’র কথা আগেই জানা গিয়েছিল। আজ, পয়লা বৈশাখের শুভক্ষণে মুক্তি পেল ছবির টিজার।

বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর জনপ্রিয় উপন্যাস ‘বাবলি’। উপন্যাসের প্রধান তিন চরিত্র বাবলি, অভি, ঝুমাকে পর্দায় তুলে ধরবেন শুভশ্রী গাঙ্গুলী, আবীর চট্টোপাধ্যায় এবং সৌরসেনী মৈত্র।
নিজের মোটা হওয়া নিয়ে সামান্য হীনম্মন্যতা রয়েছে বাবলির। তথাকথিত ‘সুন্দর ফিগার’-এর মেয়েদেরই নায়িকা বানানোর জন্য, সাহিত্যিকদের ওপর রয়েছে অভিমানও।

অন্যদিকে, নায়ক অভির চেহারা কিন্তু একেবারেই উল্টো। টানটান পেশীবহুল চেহারার অভি প্রেমে পড়ে বাবলির। বাবলিরও আপত্তি ছিল না বটে, কিন্তু প্রেম পূর্ণতা পাওয়ার আগেই কোহিমায় চলে যেতে হয় বাবলিকে। আর ঠিক সেই সময়েই আবির্ভাব হয় ঝুমার। ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াবে বাবলি-অভি-ঝুমার রসায়ন?
উপন্যাসের পাতা থেকেই যেন এ ছবিতে পরিচালক তুলে এনেছেন প্রতিটি চরিত্রকে। ভালবাসার টান থেকে উপন্যাসে উল্লিখিত ‘প্রেম’, সবটাই ছবির মত ফুটে উঠেছে এই মিনিটখানেকের টিজারে।
বহুদিন পরে ফের একসঙ্গে কাজ করছেন রাজ ও আবীর। আবার এই ছবির হাত ধরেই প্রথম জুটি বাঁধছেন আবীর-শুভশ্রী। তাই স্বাভাবিকভাবেই, দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। ‘রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্ট’ প্রযোজিত এই ছবি মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ভালবাসায় মোড়া এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৩০শে আগস্ট।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top