Cheeni: জলসায় ফের নায়িকার মুখবদলের আভাস, রটনা কি সত্যি?

ধারাবাহিকটি শুরুর পর পেরোয়নি একটা গোটা মাসও। এর মধ্যেই নায়িকা-বদলের সম্ভাবনা নিয়ে একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে জোরদার জল্পনা। সত্যিই কি বদলে যাচ্ছেন ‘চিনি’ ধারাবাহিকের নায়িকার চরিত্রের অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্য!

‘খেলনা বাড়ী’র গুগলি বা ‘লালকুঠি’র জিনি, বাংলা ধারাবাহিকের জগতে ইতিমধ্যেই একটি পোক্ত জায়গা তৈরী করে নিয়েছেন ইন্দ্রাণী। ‘চিনি’ ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় শুরু করেছেন সামান্য কিছুদিন আগেই। এর মধ্যেই কেন হঠাৎ বদলে যাবেন তিনি! জানা গিয়েছে, এই রটনা আদৌ সত্যি কিনা, তা জানার জন্য তাঁকে ফোন করা হলেও তা ধরেননি ইন্দ্রাণী। মেসেজের উত্তরও দেননি। সাহানা দত্তের ‘মিসিং স্ক্র্যু প্রোডাকশন’ প্রযোজিত এই ধারাবাহিকের কাহিনী, চিত্রনাট্য ও সৃজনশীল পরিচালনার দায়িত্বও তাঁর হাতেই। প্রকাশিত হওয়া সংবাদ থেকে জানা গিয়েছে, এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও, ব্যস্ততার কারণে কথা বলতে পারছেন না বলে জানিয়েছেন সাহানা দত্ত।

কেবল ‘চিনি’র গুঞ্জনই নয়, সম্প্রতি স্টার জলসার ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে নবাগতা মৌমিতার স্থানে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। বেশ কিছুদিন ধরেই তৃণাকে নায়িকার স্থানে আনার দাবী জানাচ্ছিলেন কিছু দর্শক। যদিও শারীরিক অসুস্থতার কারণেই মৌমিতা ধারাবাহিকের কাজ ছেড়েছেন বলেই জানা গিয়েছিল। অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্যও নাকি তাঁর ঘনিষ্ঠমহলে জানিয়েছেন শারীরিক অসুস্থতার কথা। সেই কারণেই কি এই জল্পনার সূত্রপাত? যদিও গতকাল মুক্তি পাওয়া স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমোশনাল ভিডিওতে দেখা গিয়েছে ইন্দ্রাণীকে। তাছাড়া চ্যানেলের তরফ থেকেও এখনো জানানো হয়নি কিছুই।

সহজসরল চিনির বাবা ড্রাইভারের কাজ করেন চৌধুরীবাড়ীতে। প্রথমবার চৌধুরীবাড়ীতে এসেই সে সম্মুখীন হতে থাকে বিভিন্ন অস্বাভাবিক রহস্যময় ঘটনার। বিভিন্ন অস্বাভাবিক দৃশ্য দেখতে পায় সে। ধারাবাহিকের নায়ক এই চৌধুরী পরিবারের উত্তরাধিকারী দ্রোণ (সোমরাজ মাইতি)। তাঁরা কি সমাধান করতে পারবে এইসকল রহস্যের? ‘জিয়নকাঠি’র পর ফের ‘চিনি’র হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন সোমরাজ। দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করছেন মধুরিমা বসাক।

প্রতিদিন রাত ১০:৩০-এ ‘চিনি’ সম্প্রচারিত হয় স্টার জলসা ও স্টার জলসা HD-তে। এছাড়া যেকোনো সময়ে ধারাবাহিকটি দেখা যাবে ‘Disney+Hotstar’-এ।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top