Live Entertainment & Love Lifestyle

Friday, April 4, 2025
Entertainment

জমজমাট IKSFF, জীবনকৃতি পুরস্কার আগাসের

ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF)এ বছর চার বছরে পা দিল। এই চার বছরেই কলেবরে অনেকটা বড় হয়েছে এই উৎসব। তাই এ বছর তাদের ট্যাগ লাইন “ছোট ছবির বড় উৎসব”। ২৩ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি এই ছয়দিন ধরে চলবে এবারের ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল।

প্রায় ৩০টি দেশের ছোট ছবি দেখানো হবে এবারের উৎসবে। সারা পৃথিবী থেকে মোট ২৭০টা ছবি জমা পড়েছে। আমেরিকা, পোল্যান্ড, জাপান, কোরিয়া, বাংলাদেশ, মিশর,চেক, নেপাল, ভুটান প্রায় বিশ্বের সব দেশ থেকেই সেরা সেরা ছোট ছবির মনোনয়ন জমা পড়েছে। এদের মধ্যে ৮০ টি ছবি মনোনীত হয়েছে। এই ৮০ টি ছবিই দেখানো হবে ছয় দিনের উৎসবে। ২৩-২৫ জানুয়ারি অনলাইনে এবং ২৬-২৮ জানুয়ারি রোটারি সদনে বিশ্বের সেরা সেরা ছোট ছবিগুলি দেখা যাবে। এবারের উৎসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি দেখানো হচ্ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য যুধাজিৎ বসুর “নেহেমিচ”, ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারে দেখানো হয়। ‘দ্য টু ওয়ে স্ট্রিট’,এই ছবিটি ভারতীয় ছবি হিসাবে অস্কারে মনোনয়ন পেয়েছে। শ্যাম বেনেগেলের প্রযোজনা সংস্থা থেকে তৈরি হওয়া ছবি সতীশ শর্মার ‘ইয়ান’। সঞ্জয় মিশ্র অভিনীত মনীশ সাইনির ‘গিধ’ ইতিমধ্যে সাড়া ফেলেছে। মোহন আগাসে অভিনীত ‘মাই ফাদার ইজ অফ্রেড অফ ওয়াটার’ দেখার সুযোগ থাকছে।বাংলা ছবির মধ্যে রয়েছে অনির্বান ভট্টাচার্য অভিনীত বৌদ্ধয়ন মুখোপাধ্যায়ের ছবি।চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে পারমিতা মুন্সির ‘দ্য লাস্ট ট্রাম’, মুনমুন সেন এবং সব্যসাচী চক্রবর্তী অভিনীত ‘ক্যাবেচ’।এছাড়া ট্রাইবাল ছবি ‘পাপায়া’, ‘দ্য রোড’ও থাকছে উৎসবের ছবির তালিকায়। গোটা উৎসবের প্রোগ্রামিং-এর দায়িত্ব সামলেছে অঙ্কিত বাগচী।


ছবি দেখানো ছাড়াও এবারের উৎসবে থাকছে সেমিনার, মাস্টার ক্লাস। ‘সিনেমা উইথ এ কস’ নিয়ে থাকছে আলোচনা। হিউম্যান রাইটস, এলজিবিটির মত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে আলোচনায়। উৎসবের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর কথায়, “ছোট ছবিই এখন ভবিষ্যৎ। দিন দিন ছোট ছবির চাহিদা বাড়ছে। এই ফেস্টিভ্যাল নতুন নতুন পরিচালকদের সাহস যোগাবে, উৎসাহ দেবে বলে আমার বিশ্বাস। এবার থেকে মাল্টিপ্লেক্সগুলোয় ছোট ছবি দেখানো উচিত বলে আমার মনে হয়। একটা ইন্ডাস্ট্রির চৌকাঠ হল এই ছোট ছবি। আমাদের এই ছোট ছবির বাজারকে গুরুত্ব দিয়ে দেখা উচিৎ”।


২৮ জানুয়ারি উৎসবের শেষ দিন। সমাপ্তি অনুষ্ঠানে থাকছে ঢালাও আয়োজন। প্রায় ৩০টি পুরস্কারের ব্যবস্থা থাকছে। প্রতি বছরের মত এবারেও জীবনকৃতি পুরস্কার এবং জীবনগুহ মেমোরিয়াল পুরস্কার থাকছে। এবারে জীবনকৃতি পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট বর্ষীয়ান অভিনেতা মোহন আগাসে।

থাকছেন বাংলা সিনেমা জগতের নামী-গুণী শিল্পীরা।উৎসবের ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তীর কথায়, ” মাত্র চার বছরে আমরা অনেকটাই করেছি, এখনও অনেকটা পথ চলতে হবে। সবার থেকে দারুন সাড়া পাচ্ছি, এই ভালবাসা নিয়েই আমরা এগিয়ে যাব।”

Author