নববর্ষে জিৎ – রুক্মিণী জুটি ! প্রকাশিত হল বুমেরাং এর টিজার। 

বাংলা নতুন বছরের শুরুতেই বাংলা সিনেমা প্রেমীরা বিশেষ করে জিৎ ভক্তরা দেখতে পেল বহু প্রতীক্ষিত বুমেরাং এর টিজার।কল্পবিজ্ঞান এবং হাস্যরসের মিশেলে তৈরী ছবি ‘বুমেরাং’। নতুন স্বাদের, নতুনধরনের এই ছবিটি পরিচালনা করছেন পরিচালক সৌভিক কুণ্ডু।

     

‘বুমেরাং’-এই প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন জিৎ এবং রুক্মিনী মৈত্র। স্বাভাবিকভাবেই, তাঁদের একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য অত্যন্ত আগ্রহী অনুরাগীরা। এই ছবিতে এক অন্যরকম চরিত্রে জিৎকে দেখতে পাবেন দর্শকেরা। জিতের কেরিয়ারে তো অবশ্যই, বাংলা চলচ্চিত্রের জগতেও হয়ত একটা মাইলফলক হতে চলেছে এই ছবি। ছবিতে বেশ ভালো পরিমাণ ভি এফ এক্স এর ব্যবহার যে হতে চলেছে টা টিজার দেখেই সুস্পষ্ট। জিৎকে দেখা যেতে চলেছে একজন বৈজ্ঞানিক এর ভূমিকায়, রুক্মিণী কে দেখা যাবে জিৎ এর স্ত্রী এবং এক রোবট এর ভূমিকায়। 
Jeetz Filmworks Private Limited’ প্রযোজিত এই ছবিতে জিৎ এবং রুক্মিণী ছাড়াও দেখা যাবে সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখার্জী, রজতাভ দত্তের মত অভিনেতা-অভিনেত্রীদের। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুগত সিংহ, সেলিম এবং স্বয়ং পরিচালক সৌভিক কুণ্ডু। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায়। ছবির অ্যাকশন কোরিওগ্রাফির দায়িত্ব রয়েছে রবি ভার্মার হাতে।
সম্প্রতি আমরা বলিউড এ শাহিদ কাপুর ও কৃতি সেনন এর “তেরি বাতো মে আইসা উলঝা জিয়া” ছবিতেও আমরা এই ধরনের থিম এর ওপর গল্প দেখতে পাই। আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এই জনরার ছবির প্রচেষ্টা সফল হয় কিনা এখন সেটাই দেখার অপেক্ষা।

 

Author

  • Soumyajit Patra

    বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। ইংরাজির পাশাপাশি ভালবাসা রয়েছে বাংলা সাহিত্যের প্রতিও। দেখার পাশাপাশি অভিনয়ও করেন নাটকে। বিনোদনজগতের বিভিন্ন আকর্ষক বিষয় নিয়ে খবর করেন তিনি।

    View all posts
Scroll to Top