‘পাশবিকতা’ নয়, শেষ হাসি হাসল কিরণের মনকেমনের গপ্পোই!

বক্সঅফিসে কেবল সাড়া নয়, একেবারে হইচই ফেলেছিল সন্দীপ রেড্ডী ভঙ্গার ‘অ্যানিম্যাল’। চকোলেট বয়-সত্তা থেকে বেরিয়ে, রণবীর কাপুরের উগ্রমূর্তি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। অথচ সেই ছবিই কিনা পিছিয়ে পড়ল সামান্য বাজেটের ‘লাপাতা লেডিজ’-এর কাছে!

গতবছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘অ্যানিম্যাল’। মানুষের আদিমতম প্রবৃত্তি, নৃশংসতা, প্রতিশোধস্পৃহার পাশাপাশি ভঙ্গা দেখিয়েছিলেন বাবা-ছেলের এক অন্যরকম রসায়ন। চূড়ান্ত পুরুষতান্ত্রিক মনোভাবের তীব্র সমালোচনা সত্ত্বেও, মুক্তির পর থেকে নির্মাতাদের একেবারেই নিরাশ করেনি ‘অ্যানিম্যাল’। অ্যাকশন দৃশ্যে রণবীরের অভিনয় দেখার জন্যই হোক, কিংবা ‘আলফা মেল’-এর পৌরুষত্বের স্বাদ আস্বাদন করতেই হোক, প্রেক্ষাগৃহে দর্শকের অভাব হয়নি।

অন্যদিকে, ‘লাপাতা লেডিজ’-এর চিত্র কিন্তু ছিল একেবারেই আলাদা। কিরণ রাওয়ের ছিমছাম এ গল্পে ছিল না কোনো ‘স্টার কাস্ট’। প্রযোজক হিসেবে আমির খানের নাম জড়িয়ে থাকলেও, দর্শক টানতে একেবারেই সাহায্য করেনি তা। সরল এক গ্রাম্য নবদম্পতির অদ্ভুত সমস্যার কথা সেই ছবিতে বলেছেন কিরণ। সূক্ষ্ম স্পর্শে উঠে এসেছে, পর্দাপ্রথার মত কুসংস্কারের কথাও। কিন্তু প্রেক্ষাগৃহে বাজিমাত করতে না পারলেও, নেটফ্লিক্সে দিব্যি এ ছবি এগিয়ে গিয়েছে ‘অ্যানিম্যাল’কে পিছনে ফেলে।

চলতি বছরের জানুয়ারি মাসে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘অ্যানিম্যাল’। প্রথম তিনসপ্তাহে ১৩.৬ মিলিয়ন ভিউ পেয়েছিল এই ছবি। কিন্তু তারপরেই সেরা দশের তালিকা থেকে ছিটকে গিয়েছে ‘অ্যানিম্যাল’। কিন্তু মাত্র একমাস আগে নেটফ্লিক্সে মুক্তি পেয়ে কেবল সেরা দশেই নয়, সেরা পাঁচে নিজের জায়গা করে নিয়েছে ‘লাপাতা লেডিজ’। চারসপ্তাহে এই ছবি ভিউ পেয়েছে ১৩.৮ মিলিয়ন।
‘ভিউয়ারশিপ আওয়ার্স’-এর দিক থেকেও ‘অ্যানিম্যাল’কে টপকে গিয়েছে এই ছবি। প্রেক্ষাগৃহের অসম যুদ্ধের জবাব কি এইভাবেই দিলেন কিরণ রাও! তবে ‘অ্যানিম্যাল’-এর মত ট্রেলার দেখে আকৃষ্ট হয়ে নয়, অধিকাংশ মানুষই ‘লাপাতা লেডিজ’ দেখেছেন ‘ভাল রিভিউ’ দেখার পরে। কিছুদিন আগে একই ঘটনা ঘটেছে ‘টুয়েলভথ ফেল’-এর সঙ্গেও। সন্দেহ জাগে, মানুষের রুচিবোধের ওপরে কি আরো একবার প্রশ্ন তুলে দিলেন কিরণ!

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts
Scroll to Top