আগামী ৯ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে তথাগত মুখার্জীর নতুন ছবি ‘পারিয়া’। পথকুকুরদের উপর হয়ে চলা অত্যাচার আর তার প্রতিবাদের কাহিনী নিয়েই আসছে ছবিটি। গতকাল, ৪ঠা ফেব্রুয়ারি সকালে, শহরের রাস্তায় একটি বাইক র্যালিতে অংশগ্রহণ করেন ছবির কলাকুশলীরা।
তবে কেবল কলাকুশলীরা একাই নয়, এ ছবির মূল চরিত্র পথকুকুরদেরও সঙ্গে নিয়েছিলেন তাঁরা। কলকাতার রাস্তায় পথকুকুরদের জন্য বাইক র্যালি অনুষ্ঠিত হল এই প্রথম। ছবির মোশন পোস্টারে ফুটে উঠেছিল বিক্রমের রক্তাক্ত ‘লুক’। তবে এদিন সকালে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে দেখা গেল অন্যরূপে। তাঁর জ্যাকেটের ভেতর থেকে উঁকি মারতে দেখা গিয়েছে এক ছোট্ট পারিয়াকে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং অঙ্গনা রায়। এই বাইক র্যালিতে অংশগ্রহণ করেছিলেন তাঁরাও।
বরাবরই অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে পশুপ্রেমী হিসেবে চেনেন সাধারণ মানুষ। তবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী অঙ্গনা রায়ও একইরকম ভালবাসেন তাদের। বিক্রমের পরিবারও পথকুকুরদের নিয়ে কাজ করছেন অনেকদিন ধরে। এদিন বাইক র্যালি ছাড়াও পথকুকুরদের সঙ্গে সময় কাটিয়েছেন ছবির কলাকুশলীরা।
ছবির ট্রেলারে দেখা গেছে, রাস্তার কুকুরদের ওপর হয়ে চলেছে অসম্ভব অত্যাচার। সেই অত্যাচারের বদলা নিতেই আসছে বিক্রমের চরিত্রটি, যে নিজেও একরকম ‘পারিয়া’, পরিত্যক্ত, একঘরে। ছবিতে তার অতীতের গল্প, একাকিত্বের গল্পের পাশাপাশি ফুটে উঠবে সারমেয়দের প্রতি নিঃশর্ত ভালবাসার গল্পও। অভিনেতা বিক্রম এ ছবির সম্পর্কে বলেছেন, ‘আমি যা যা কাজ করেছি এখনো অবধি, অভিনেতা হিসেবে তাদের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র ছিল এটা। তাই ছবিটা নিয়ে আমি যতটা উত্তেজিত, ততটাই নার্ভাস।’
‘Dreams On Scale’ এবং ‘Pramod Films’ প্রযোজিত এই ছবিটি বেশ কিছু সত্য ঘটনা অবলম্বনে তৈরী। ছবিটি সত্যিই এ সমাজে ‘পারিয়া’দের ‘বেঁচে থাকার লড়াই’তে সাহায্য করতে পারবে কিনা, তা বলবে দর্শকই।