এই দূষণের যুগে নিজের ত্বক আর চুলের যত্ন করতে মানুষ নাজেহাল। সামান্য এদিক-ওদিক হলেই নানারকম সমস্যা বাসা বাঁধে ত্বক আর চুলের গোড়ায়! আর এসব থেকে মুক্তির জন্যই মানুষ সন্ধান করে একটা ক্লিনিকের, যার ওপর সে ভরসা করতে পারবে নির্দ্বিধায়।
কসমেটোলজিস্ট ও অ্যাস্থেটিক কনসালটেন্ট সায়ন্তন দাসের নিজস্ব ব্র্যান্ড ও ক্লিনিক ‘স্কিন ডায়নামিক্স’। বিলেত থেকে ফেলোশিপ শেষ করে তিনি এই ক্লিনিকে অত্যন্ত উন্নতমানের কিছু প্রযুক্তি ব্যবহার করেছেন। তিনি জানান, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানান ট্রিটমেন্ট তিনি এখানে এনেছেন। সম্প্রতি এই ক্লিনিকের চতুর্থ শাখার উদ্বোধন করা হল কলকাতায়।
সায়ন্তন দাসের এই ক্লিনিকে ব্যবহৃত প্রযুক্তি ত্বক ও চুলের কিছু জটিল থেকে জটিলতর সমস্যার সমাধানে সক্ষম। তাঁর উপভাক্তাদের উন্নতমানের পরিষেবা দিতে সক্ষম এই ক্লিনিক। ইতিমধ্যেই ত্বক ও চুলের বিভিন্ন সমস্যা সামাধান করে কলকাতাবাসীর মন জয় করেছেন অ্যস্থেটিক কনসালটেন্ট সায়ন্তন দাস। এই শাখাটির জন্য তিনি পাশে পেয়েছেন পাপড়ি জৈনকে।
ক্লিনিকের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী চৈতী ঘোষাল, জিতু কমল, শ্রুতি দাস, লহমা ভট্টাচার্য্য, অনিন্দিতা সরকার, অভিরূপ সেনগুপ্ত, অভিষেক রায় এবং সোহিনী শাস্ত্রী। তারকা ঝলমলে উদ্বোধনের পর, ব্র্যান্ডের আগামীদিনের পরিকল্পনা নিয়েও কিছু কথা বলেন সায়ন্তন দাস।
এদিন সায়ন্তন জানান, আগামীদিনে তাঁর এই ব্র্যান্ড ‘স্কিন ডায়নামিক্স’-এর তত্ত্বাবধানে দেশের বিভিন্ন প্রান্তে ক্লিনিকের শাখা শুরু করার ইচ্ছা আছে তাঁর। আরো অনেকের কাছে পৌঁছতে চান তিনি। তিনি জানিয়েছেন, তাঁর এই ক্লিনিকগুলোতে এমন বেশ কিছু পরিষেবা পাওয়া যাবে, যা অন্য কোথাও পাওয়া যাবে না।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।