দর্শকদের কাছে বরাবরই অন্যরকম কাজ তুলে ধরার চেষ্টায় থাকে হইচই ওটিটি প্ল্যাটফর্ম। এবার, নববর্ষে তারা নতুন ১৪টি নতুন শোয়ের ঘোষণা করল।
দুই বাংলা মিলিয়ে নয়টি নতুন শো আসতে চলেছে এই ওটিটি প্ল্যাটফর্মে। আসছে চারটি ফ্র্যাঞ্চাইজির নতুন সিজনও। এছাড়াও, ‘বেস্ট অফ বেঙ্গল’-এর ব্যানারে আসতে চলেছে একটি সম্পূর্ণ নতুন কাজ। জানা গিয়েছে, চলতি বছরেই এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে মুক্তি পেতে চলেছে এই ১৪টি শো।
এপার বাংলা থেকে পাঁচটি নতুন শো রয়েছে এই তালিকায়।
১. অ্যাডভোকেট অচিন্ত্য আইচ – জয়দীপ মুখার্জী পরিচালিত এই সিরিজে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়। ‘খারাপ উকিল’ অচিন্ত্য তার কেরিয়ারে হঠাৎই এক অন্যরকম কেস পান। দত্তপরিবার তাদের ‘মানসিক ভারসাম্যহীন’ বৌমা মালিনীর বিরুদ্ধে স্বামীহত্যার অভিযোগ আনলে মালিনীর পক্ষের উকিল হন অচিন্ত্য। গোটা সিরিজে রহস্য এবং রোমাঞ্চের সঙ্গে থাকবে হাসির ছোঁয়াও।
২. পরিণীতা – হইচইয়ের ‘বেস্ট অফ বেঙ্গল’ সিরিজের অংশ হিসেবে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস ‘পরিণীতা’। আধুনিক পটভূমির সেই চলচ্চিত্রায়নে থাকছেন দেবচন্দ্রিমা সিংহ রায় এবং গৌরব চক্রবর্তী। পরিচালনার দায়িত্বে থাকছেন অদিতি রায়।
৩. বোকাবাক্সতে বন্দী – এর আগেও হইচইতে দেখা গিয়েছে সোলাঙ্কি রায়কে। দেবালয় ভট্টচার্য্যের পরিচালনায় ফের ‘বোকাবাক্সতে বন্দী’তে দেখা যাবে তাঁকে। বিংশ শতাব্দীর একজন অভিনেত্রী অপলার ভূমিকায় অভিনয় করছেন তিনি। অভিনয় করতে করতে হঠাৎই অস্তিত্বসংকটে ভুগতে শুরু করেন অপলা। নিজের ব্যক্তিত্বের সঙ্গে অভিনীত চরিত্রের মাঝের সূক্ষ্ম রেখাটা আবছা হয়ে যায় তার কাছে।
৪.বিজয়া – সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘বিজয়া’য় নামভূমিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছেলে নীলাঞ্জনকে উচ্চশিক্ষার জন্য কলকাতায় পাঠায় মফস্বলের বিজয়া। কিন্তু হঠাৎই একদিন ছেলের আত্মহত্যার প্রচেষ্টার সংবাদ জানতে পারে সে। কোমায় থাকা ছেলেকে সুবিচার পাওয়ানোর লড়াই কি জিততে পারবে বিজয়া? স্বস্তিকা ছাড়াও এতে দেখা যাবে দেবদত্ত রাহা এবং সাহেব চট্টোপাধ্যায়কে।
৫.গুটিপোকা – পাওলি দাম এবং সৌরভ চক্রবর্তী অভিনীত ‘গুটিপোকা’ একজন মধ্যবিত্ত মহিলার গল্প। স্বামীর কাছে মানসিক ও শারীরিকভাবে নিত্য নির্যাতিত সে। এক ছাত্রীকে একই পরিস্থিতির হাত থেকে বাঁচানোর যাত্রাটা ঠিক কীভাবে তার যাত্রা হয়ে ওঠে, তারই গল্প বলবে সৌভিক কুণ্ডু পরিচালিত ‘গুটিপোকা’।
এছাড়াও, ওপার বাংলার পাঁচটি অরিজিনাল শোয়ের ঘোষণাও করেছে হইচই। আনাম বিশ্বাস পরিচালিত, পরীমণি অভিনীত ‘রঙ্গিলা কিতাব’ এক অপরাধী ‘হবু বাবা’র গল্প বলে, যে এক মন্ত্রীর খুনের মিথ্যে কেসে জড়িয়ে পড়েছে আচমকা।
আশফাক নিপুনের হাত ধরে ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নতুন ওয়েব সিরিজ ‘জিম্মি’তে, ব্যক্তিগত সমস্যায় জর্জরিত রুনার চরিত্রে অভিনয় করছেন তিনি। হঠাৎ একটা বিপুল পরিমাণ টাকা হাতে আসার পর, বিবেকের সামনে দাঁড়িয়ে কী করবে সে?
শিহাব শাহীনের নতুন সিরিজ ‘গোলাম মামুন’-এ নামভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ল এনফোর্সমেন্ট অফিসার মামুন বন্ধু, বন্ধুর স্ত্রী-সহ বেশ কিছু খুনের কেসে জড়িয়ে পড়ে। কীভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠবে সে?
ভিকি জাহেদের পরিচালনা কম-বেশী ভালবাসেন প্রায় সকলেই। অন্যধরনের গল্প নিয়ে তৈরী, তাঁর নতুন ওয়েবসিরিজ ‘মিথ্যাবাদী’তে ফেরাচ্ছেন মেহেজাবিন চৌধুরীকে। চারবছরের এক সন্তানের মা আলবীরা হঠাৎ একদিন জানতে পারেন তাঁর স্বামীর অক্ষমতার কথা। সন্তানের জন্মরহস্য জানতে এবং নিজের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে কি সে?
অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় ‘বোহেমিয়ান ঘোড়া’তে ফিরছেন ‘মহানগর’, ‘দৌড়’, ‘মোবারকনামা’-খ্যাত মোশাররফ করিম। সাত-সাতখানা বিয়ে করেছে ট্রাক ড্রাইভার আব্বাস। অগুন্তি সম্পর্ক এবং তাদের সমস্যা নিয়ে তৈরী এই গল্পে থাকছে হিউমারও।
হইচইয়ের চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখার্জী বলেন, ‘পয়লা বৈশাখের এই মরশুমে আমরা ১৪টি শোয়ের কথা জানিয়েছি। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই আসতে চলেছে এগুলো।’
হইচইয়ের এই অনন্য প্রচেষ্টা যে দর্শকদের যথেষ্ট মনোগ্রাহী হবে, সেকথা বলাই বাহুল্য।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।