রণজয় ভট্টাচার্য্যের তত্ত্বাবধানে, ‘মায়া’ ছবিতে গেয়েছিলেন একটি নজরুলগীতি। আর তারপরেই আমূল পরিবর্তন গানের জঁরের। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর লেখা এবং সুর দেওয়া একটি পপ গান। তিনি উজান মুখোপাধ্যায়।
কেবল যে গানের জঁরই বদলেছে, তা একেবারেই নয়। বদলেছে গানের ‘প্রেজেন্টেশন’ থেকে শুরু করে স্বয়ং উজানের ভূমিকাও। নতুনত্বের ছাপ এসেছে গানের নামে। উজানের নতুন গানের নাম ‘ক্যালানে যে হতে নেই’।
‘সারেগামা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটির মিউজিক ভিডিও। গত শনিবার, শহরের নামকরা একটি ক্লাবে সম্পন্ন হল সেই গানের ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিউজিক ভিডিওর কলাকুশলীরা।
গানটির নাম এরকম কেন? সেসম্পর্কে ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’ অনুষ্ঠানে উজান বলেন, ‘এখনকার পৃথিবীতে আমরা সবসময় ছুটছি। সব জায়গায় সেরা হতে হবে, ঠিক হতে হবে। আমাদের আসল সত্তাটাকে হয়ত আমরা কাউকে দেখাতে পারছি না। এই পৃথিবীটা হয়ত ক্যালানেদের নয়, এই পৃথিবীটা বোধহয় যারা খুব চালাক, যারা খুব স্মার্ট, তাদের জন্য। কিন্তু আমরা ক্যালানেরাও তো রয়েছি, তাহলে কি আমাদের কোনো মূল্য নেই?’
তবে এসব ছাড়াও আরো একটি কারণে একটা বিশেষ জায়গা দখল করে রেখেছে এই গান। বিশিষ্ট পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, যিনি আবার ঘটনাচক্রে উজানের বাবা, তিনি ভয়েসওভার করেছেন এই গানের জন্য। তাছাড়া এই ভিডিওর কাস্টে উজান ছাড়াও দেখা গিয়েছে জনপ্রিয় ইউটিউবার প্রেরণা দাস, তীর্থঙ্কর চট্টোপাধ্যায় এবং আরো অনেককে।
বাংলাভাষায় পপ গান খুব একটা শোনা যায় না এই একবিংশ শতকেও। বর্তমান প্রজন্মের কেরিয়ার এবং সম্পর্কের চিরাচরিত এই টানাপোড়েনকে দারুণভাবে গানে ফুটিয়ে তুলেছেন উজান। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে অন্যরকম এই গান।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।