তাদের দেখা হয়েছিল এক সরস্বতীপুজোয়। আর মন ভেঙেছিল দোলের দিনে। বাঙালীর ভালবাসার দিনেই, মিতুল-রণর এক অন্যরকম ভালবাসার গল্প আনছেন অরিজিৎ টোটন চক্রবর্তী। গতকাল মুক্তি পেল Addatimes ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েবসিরিজ ‘প্রেমে পড়া বারণ’-এর ট্রেলার।
এর আগেই মুক্তি পেয়েছিল সিরিজের টিজার এবং টাইটেল ট্র্যাক। অভিনেতা অনিন্দ্য সেনগুপ্তকে (রণ) দেখা গিয়েছিল, এক ‘অ্যাংরি ইয়ংম্যান’-এর চেহারায়, কিছুটা ‘গুন্ডাধরনের’ একটি চরিত্রে। তাঁর অভিনীত অন্যান্য চরিত্রের থেকে অনেকটাই আলাদা এই চরিত্র। দেবচন্দ্রিমার চরিত্রটিও বেশ অন্যরকম। ট্রেলারে দেখা যায় অল্পতেই রেগে যায় রণ, মারপিটও করে ঠিকভুলের সীমা ছাড়িয়েই। কিন্তু এক সরস্বতীপুজোর দিনে, মিষ্টি মেয়ে মিতুলকে (দেবচন্দ্রিমা) দেখে ভালো লাগে তার। প্রথমে এড়িয়ে গেলেও ভালবাসার অমোঘ আকর্ষণ থেকে বেশীদিন দূরে থাকতে পারেনি সে। তবে কয়েকদিনের মধ্যেই সে বুঝতে পারে, তারা দু’জন মানুষ দুই মেরুর। আদৌ কী পরিণতি হতে চলেছে তাদের ভালবাসার? কোন অপরাধের শাস্তি পেতে চলেছে রণ, এসবকিছুর উত্তর নিয়েই আসছে এই সিরিজ। অনিন্দ্য ও দেবচন্দ্রিমা ছাড়াও এই সিরিজে দেখা মিলবে বর্ষীয়ান অভিনেতা ভরত কলের।
বিভিন্ন সিরিজ, ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ‘এক্স=প্রেম’-খ্যাত অনিন্দ্য। তবে জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে নেই দেবচন্দ্রিমাও। তিনি ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে। এবার তাঁর সহ-পরিচালক অরিজিতের পরিচালনায় কাজ করতে চলেছেন তিনি। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই সিরিজের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুদীপ দাশ। সিরিজের সৃজনশীল পরিচালনার ভারও তাঁরই হাতে। সিরিজের সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন স্যাভি। আগেই মুক্তি পেয়েছে সিরিজের টাইটেল ট্র্যাক। বারিষের কথায়, দেব অরিজিতের কণ্ঠে, রূপক তিয়ারির মিক্সিংয়ে তৈরী এই মাদকতাময় গানটি দর্শকদের বেশ পছন্দ হয়েছে।
পরিচালক অরিজিৎ এর আগে ‘Platform8’-এর সঙ্গে কাজ করেছিলেন তাঁর ‘ফেলু মিত্তির লেন’ সিরিজে। Addatimes-এর সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। সুরিন্দর ফিল্মস প্রযোজিত, অরিজিৎ টোটন চক্রবর্তী পরিচালিত এই সিরিজটি, আগামী ১৪ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে Addatimes ওটিটি প্ল্যাটফর্মে।