কার্তিক আরিয়ানকে নিয়ে উন্মাদনার ঢেউ কমে না কখনোই। কিছুদিন আগেই শহরে দেখা গিয়েছিল তাঁকে। পরপর দু’দিন, তাঁর আগামী ছবির পোস্টার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ফের চর্চার শিখরে উঠে এসেছেন এই তরুণ তুর্কী।
‘ভুলভুলাইয়া ২’ থেকে ‘ফ্রেডি’, ‘লুকা ছুপি’ থেকে ‘সোনু কি টিটু কি সুইটি’, বিভিন্ন ছবিতে তাঁকে বিভিন্ন অবতারে দেখেছেন দর্শকেরা। নতুন ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ এবার তিনি খেলোয়াড়। ভারতের ক্রীড়াবিদ মুরলিকান্ত পেটকরের জীবন ফুটে উঠবে এই ছবিতে। প্যারাঅলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী সাঁতারু মুরলিকান্ত। ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতায় পদক পেয়েছিলেন তিনি।
দু’দিনের পোস্টারেই কার্তিক আরিয়ানকে দেখা যাচ্ছে নতুন অবতারে। গতকালের পোস্টারে দেখা যাচ্ছিল, ঘর্মাক্ত কলেবরে তাঁর দৌড়ের ছবি। আজ যে পোস্টার তিনি শেয়ার করেছেন, তাতে বক্সিংরিংয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। কবীর খান পরিচালিত এই ছবিই যে তাঁর কেরিয়ারের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং ছবি, পোস্টের ক্যাপশনে তা নিজেই লিখেছেন কার্তিক আরিয়ান।
পোস্টারের উপরে একটি বাক্যে লেখা রয়েছে মুরলিকান্ত পেটকরের আসল পরিচয়। লেখা আছে, ‘আত্মসমর্পণ করতে অস্বীকার করেছেন যিনি’। কেবল এই বাক্যেই পরিষ্কার, কতটা মনের জোর আর পরিশ্রম ছিল মুরলিকান্তের খেলোয়াড় হয়ে ওঠার পিছনে। পোস্টারে কার্তিক আরিয়ানের অভিব্যক্তিতেও ফুটে উঠেছে তারই প্রতিচ্ছবি। অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘চ্যাম্পিয়ন আসছে।’
সাজিদ নাদিয়াদওয়ালা এবং কবীর খান নিবেদিত এই ছবি আসতে চলেছে আগামী ১৪ই জুন। পোস্টার দেখার পর থেকেই টিজার ও ট্রেলার দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন ভক্তেরা।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।