একবছরেরও বেশী সময় আগে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে (Hoichoi) এসেছিল সাহানা দত্তের এক ওয়েবসিরিজ, ‘গভীর জলের মাছ’। বহু প্রতীক্ষার পরে, দর্শকের মুখে হাসি ফুটিয়ে আসতে চলেছে তার পরবর্তী সিজন। গতকাল মুক্তি পেয়েছে তারই ট্রেলার।
‘যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না’, এমন কথা সত্যিকারের আদালতে শোনার সুযোগ যদি নাও-বা হয়, সিরিয়াল-সিনেমা-ওয়েবসিরিজ সবেতেই বহুবার শুনেছেন সকলে। কিন্তু ঠিক এর উল্টোটা শুনেছেন কি?
‘গভীর জলের মাছ ২’-এর ট্রেলারে শোনা যাচ্ছে এমনটাই। গত সিজনে জানা গিয়েছিল, চার বান্ধবী শুরু করেছিল এক ভয়ানক খেলা। সম্ভবত সেই খেলারই বলি হয়েছিল চারজনের মধ্যে একজন, চন্দ্রিমা। সন্দেহ দানা বাঁধতে শুরু করতে না করতে ঘটে গিয়েছিল আরো এক হত্যাকাণ্ড।
তবে এই সিজনের ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে, খেলা একেবারেই ঘুরে গিয়েছে। ট্রেলারে শোনা যাচ্ছে, আসলে এই ভয়ঙ্কর খেলা নাকি শুরু হয়েছিল চার বান্ধবী টের পাওয়ার অনেক আগেই।
তাদের বরেরা নাকি আগেই শুরু করেছিল ‘বউ যাচাইয়ের খেলা’। এই সিজনের ট্রেলারেও রয়েছে এক বান্ধবীর মৃত্যুর আভাস। এই ভয়ানক খেলা আদৌ কোন পরিণতির সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবে তাদের সকলকে!
এই সিরিজে অভিনয় করছেন আগের সিজনের প্রায় সকলেই। সঙ্গে নতুন যোগও দিয়েছেন কেউ কেউ। স্বস্তিকা দত্ত, ঊষসী রায়, অনন্যা সেন, যুধাজিৎ সরকার, প্রান্তিক ব্যানার্জী, সৌম্য ব্যানার্জী, রাজদীপ গুপ্ত, অর্পণ ঘোষাল, দেবনাথ চ্যাটার্জী, তিতিক্ষা দাস থাকছেন এই সিজনে। এবারেও, কাহিনী, চিত্রনাট্য, সংলাপ সবের দায়িত্বই সামলাচ্ছেন সাহানা দত্ত। ‘মিসিং স্ক্র্যু’ প্রযোজিত এই ওয়েবসিরিজ আসতে চলেছে আগামী ৭ই জুন।
বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।