Live Entertainment & Love Lifestyle

EntertainmentTollywood

চালচিত্র: চার পুলিশের তদন্তের গল্প এখন হইচইতেও!

পরিচালক প্রতিম ডি গুপ্তার ছবি ‘চালচিত্র: দ্য ফ্রেম ফ্যাটাল’ মুক্তি পেয়েছে গতমাসেই। দর্শকেরা বেশ পছন্দও করেছেন দুর্দান্ত এই ছবি। আর যাঁরা ‘হলে’ গিয়ে দেখতে পারেননি? তাঁদের জন্যও এবার সুখবর। সম্প্রতি হইচই (hoichoi) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই ছবি।

এই ছবির সিরিয়াল কিলার কিন্তু আর পাঁচটা কাহিনীর খুনীদের চেয়ে অনেকটাই আলাদা। কারণ তার খুন করার ধরন একেবারেই আলাদা। আগের একটি কেসের প্যাটার্নকে হুবহু নকল করছে সে। বেছে বেছে সে নির্মমভাবে হত্যা করছে কেবল অবিবাহিতা নারীদের। আর সব ছেড়ে সেই খুনীকেই খুঁজে বেড়াচ্ছেন চার দুঁদে পুলিশ অফিসার।

অবশ্য কেবল রহস্য নয়, অফিসার কনিষ্ক চ্যাটার্জীর (টোটা রায়চৌধুরী) সমস্যাবহুল দাম্পত্যজীবন, ভয়াবহ অতীত, অফিসার নাসিরের (অনির্বাণ চক্রবর্তী) বিশেষভাবে সক্ষম মেয়ে (তনিকা বসু) এই রুদ্ধশ্বাস ছবিতে যোগ করেছে অন্য মাত্রা। কনিষ্কের টিমের বাকি দুই সদস্যের চরিত্রে রয়েছেন শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসু। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, প্রিয়া বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

তূর্য ঘোষের অসাধারণ সিনেমাটোগ্রাফি আর দেবজ্যোতি মিশ্রের ব্যাকগ্রাউন্ড স্কোরও এই ছবির আরেক সম্পদ। অভিনেতা টোটা রায়চৌধুরী বলেন, ‘চালচিত্র শুধু একটা মার্ডার মিস্ট্রি নয়। এটা ভয় আর অবসেশনের একটা সাইকোলজিক্যাল কাহিনি। আমার চরিত্র কনিষ্ক শুধু একজন অফিসার নয়। সে এমন একজন মানুষ, যে এরকম একজন খুনীকে খোঁজার পাশাপাশি নিজের সমস্যার সমাধান করার চেষ্টা করে চলেছে।’

‘Friends Communication’ প্রযোজিত এই ছবিতে, রহস্য আর মনস্তত্ত্বের সঙ্গে জোট বেঁধেছে আবেগ, স্নেহ-ভালোবাসাও। হইচই ওটিটি প্ল্যাটফর্মে এখন দেখা যাবে রুদ্ধশ্বাস এই ছবি।

Author

  • Debasmita Biswas

    বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।

    View all posts

Debasmita Biswas

বেথুন কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক। পড়ার নেশা ছোট থেকে, প্রাথমিকভাবে লেখালেখির শুরু শখেই। তারপর সংবাদপত্র, পত্র-পত্রিকায় সমালোচনা পড়ার অভ্যাস আর বিভিন্ন নাটক, সিনেমা দেখার পর বিশ্লেষণ করার শখ থেকেই ইচ্ছে সমালোচক হওয়ার। বিনোদনজগতের বিভিন্ন খবর করার পাশাপাশি নাটক এবং সিনেমা দেখে তার গঠনমূলক সমালোচনাও করেন তিনি।